Ajker Patrika

পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮: ৩৮
পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন

বক্তব্য শেষ না করে ক্ষোভে মঞ্চ থেকে নেমে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল শুক্রবার নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনসহ বিপুলসংখ্যক জনপ্রতিনিধি ও সংবাদকর্মী।

সভায় পবিত্র কোরআন তিলাওয়াত না রেখে পৌর মেয়রের বক্তব্য দিয়ে শুরু হয় আয়োজন। বক্তাদের মধ্যে করা হয়নি জ্যেষ্ঠতার পরিমাপ। সাংসদের পর সচিব এবং তারপরই পুলিশ সুপার ও জেলা প্রশাসককে বক্তব্য দেওয়া নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।

এরই মধ্যে প্রধান অতিথি বক্তব্য শুরুর দুই মিনিটের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলে তিনি ক্ষোভ প্রকাশ করে মঞ্চ থেকে নেমে যান। পরে তিনি স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি পঞ্চগড়ের উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন। ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে এ কমিউনিটি সেন্টার কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে কনফারেন্স রুম, প্রথম ও দ্বিতীয় তলায় আধুনিক মানের কমিউনিটি সেন্টার, তৃতীয় তলায় ভিভিআইপি তিন তারকা মানের গেস্ট হাউস ও চতুর্থ তলায় জ্ঞান পিপাসুদের জন্য লাইব্রেরির ব্যবস্থা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত