Ajker Patrika

কাতারে পাচারকালে জব্দ কোকেন, পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে কাতারে পাচারের চেষ্টাকালে কোকেনের একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আটক করা হয়েছে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ মাদক কারবারিকে। 

আটক ব্যক্তিরা হলেন মিন্টু কর্মকার, এজাহার মিয়া, নাজিম উদ্দিন ওরফে মুন্না, নাজিম উদ্দিন ও মোহাম্মদ মামুন। এ ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের একজন পলাতক রয়েছেন।

অভিযানে চক্রের সদস্যদের কাছ থেকে ২৫০ গ্রাম কোকেন, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর ডেমরার গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল এ তথ্য জানান। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, গভীর সমুদ্রের একটি মাছ ধরার ট্রলার থেকে কোকেনের চালানটি সংগ্রহ করা হয়েছে। কাতারগামী যাত্রীদের মাধ্যমে এই কোকেন পাঠানোর পরিকল্পনা করেছিল চক্রটি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত