Ajker Patrika

লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার, অভিযানে বন্ধ আইসক্রিম কারখানা

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯: ৩৮
লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার, অভিযানে বন্ধ  আইসক্রিম কারখানা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ অভিযানে কারখানায় কর্মরত মো. মোস্তফা আহম্মেদ (৪৩) নামের এক কর্মচারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মো. আব্দুল আউয়াল ও বিএসটিআইর বিভাগীয় পরিদর্শক মো. মঈন উদ্দিন সাংবাদিকদের জানান, , বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই লোগো ব্যবহার করছিল কারখানাটি। এমএইচটি অ্যান্ড আইসক্রিম কারখানায় বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এগুলো শিশুখাদ্য হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। এসব খাবার মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ।

ইউএনও বলেন, অভিযান চালিয়ে ২০ লাখ টাকার অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে। এ ছাড়া কারখানাটি বন্ধ করে বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

ইউএনও আরও জানান, আগামী শনিবারের মধ্যে এ কারখানার সব ধরনের জিনিস সরিয়ে ফেলতে হবে—এ শর্তে মালিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে এক কর্মচারীকে অবৈধ কাজে জড়িত থাকার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুল আউয়াল বলেন, ‘লৌহজংয়ে একটিও অবৈধ আইসক্রিম কারখানা আমরা রাখব না। দ্রুত অভিযান পরিচালনা করে সেগুলো বন্ধ করে দেব।’

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বিভাগীয় পরিদর্শক মো. মঈন উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল ইসলাম এবং লৌহজং থানা-পুলিশের একটি টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত