Ajker Patrika

‘মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছেন’

দাকোপ প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯: ৫১
‘মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছেন’

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝরনা সরকার বলেছেন, সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে।

গত শুক্রবার তিনি খুলনার দাকোপের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে দুর্গোৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ছাড়া বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করে যাচ্ছে। সাংসদ গত শুক্রবার সকালে খুলনার দাকোপের বাজুয়া, লাউডোব, দাকোপ, কৈলাশগন্জ ও বানিশান্তা ইউনিয়নের বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন।

বক্তৃতায় তিনি আরও বলেন, করোনা সহনীয় পর্যায়ে আসলেও মাস্ক পরাসহ সরকারের নির্দেশনাগুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রবার্ট সরকার, সজল গাইন, বিধান বিশ্বাস, যুবলীগ নেতা তাপস জর্দার ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত