Ajker Patrika

ভাঙারির দোকানে ৩৫৭ কেজি সরকারি বই!

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ৩৩
ভাঙারির দোকানে ৩৫৭ কেজি সরকারি বই!

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ভাঙারির দোকান থেকে ৩৫৭ কেজি বিনা মূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলছড়া বাজারের একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে ২০২১ সালের মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির বই উদ্ধার করা হয়। এ সময় ভাঙারি দোকানের কর্মচারী মো. শাহজাহান চৌধুরীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম এই অভিযান চালান। উদ্ধার করা বইগুলো সাতাশিয়া শরিফুল-মরিয়াম উচ্চবিদ্যালয়ের। এর মধ্যে মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, গার্হস্থ্যসহ বিভিন্ন বিষয়ের বই ছিল। বইয়ের সঙ্গে থাকা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টও পাওয়া গেছে।

ভাঙারি দোকানের কর্মচারী মো. শাহজাহান বলেন, বইগুলো সাতাশিয়া শরিফুল-মরিয়ম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ বিশ্বাসের কাছ থেকে কেজি দরে কিনেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সন্তোষ বিশ্বাস বই বিক্রির কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করে বিক্রি করা হয়েছে। তবে বই বিক্রি করা অন্যায় হয়েছে। বই বিক্রির বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে জানানো হয়েছে। তিনি সোনালী ব্যাংকে বই বিক্রির টাকা জমা দিয়ে রসিদ তাঁর কাছে দেওয়ার কথা বলেছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তিনি ছুটিতে আছেন। কর্মস্থলে আসলে এ বিষয়ে কথা বলবেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়। পরে বইগুলো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত