Ajker Patrika

প্রস্তুতি পর্বের শুরুটা দারুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২৩: ২৫
প্রস্তুতি পর্বের শুরুটা দারুণ

ওমান ‘এ’ দলের বিপক্ষে গতকালের প্রস্তুতি ম্যাচের শুরুতেই দৃষ্টি কাড়ল বাংলাদেশ দলের জার্সি। জার্সিটা দেখে অনেকেই নষ্টালজিয়ায় ভুগলেন। ২০০৫ সালের দিকের বাংলাদেশ দলের জার্সির নকশাটা একটু অন্যভাবে ফিরিয়ে আনা হয়েছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটার ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি মিলেছে। দারুণ জার্সিতে বাংলাদেশ দলের প্রস্তুতিপর্বের শুরুটাও হয়েছে রঙিন। এ ম্যাচে সবচেয়ে রঙিন ছিলেন নুরুল হাসান সোহান। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ওমান ‘এ’ দলের বিপক্ষে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করলেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার।

শুধু সোহান নন, অনানুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচে দারুণ ঝালিয়ে নিয়েছেন নাঈম-শামীমরাও। বাংলাদেশের দেওয়া ২০৮ রানের পাহাড় ডিঙাতে গিয়ে ওমান ‘এ’ দল থেমেছে ৯ উইকেটে ১৪৭ রান তুলে। বাংলাদেশ জিতেছে ৬০ রানে।

বাংলাদেশকে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওমানেই। সেখানে আগে কোনো দিন না খেলা লিটন-সোহানদের বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিশ্চয় বাড়তি জ্বালানি দেবে। গতকাল খেলা আল আমেরাত স্টেডিয়ামেই হবে মাহমুদউল্লাহদের বাছাইপর্বের সেই ম্যাচগুলো।

গতকাল বাংলাদেশ নেমেছিল নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে ছাড়াই। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈমকে নিয়ে দারুণ শুরু এনে দিয়ে টিম ম্যানেজমেন্টকে স্বস্তিই দিয়েছেন লিটন। অনেকদিন পর ওপেনিং জুটিতে শতরান দেখল বাংলাদেশ।

সময় শ্রীবাস্তবের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন করেছেন ৩৩ বলে ৫৩। ১০২ রানে ওপেনিং জুটি ভাঙার পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশ। পরের ২২ রানে হারায় হারায় সৌম্য (৮), মুশফিক (০) আর আফিফের (৬) উইকেট।

এরপরের গল্পটা সোহানের। অবশ্য সোহান সঙ্গী হিসেবে পান নাঈমের (৬৩) অবসর নেওয়ার পর নামা শামীমকেও। দুজন শেষ ৫ ওভারেই তুলেছেন ৮১ রান। ইনিংসের শেষ বলে সোহানের বিশাল এক ছক্কার পর বলই তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না! ধারাভাষ্যকার সেটি দেখে মজা করে বললেন, ‘কোনো কুরিয়ার সেবা দেওয়া প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হোক বলটা ফেরাতে।’ ৭ ছক্কায় ১৫ বলে ৪৯ রান প্রস্তুতিটা বেশ ভালোই হলো সোহানের। শামীম অপরাজিত ছিলেন ১০ বলে ১৯ রান করে।

বোলিংয়ে বাংলাদেশের বোলাররা বুঝতে পারলেন হাই স্কোরিং উইকেটে কতটা কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। ওমানের দ্বিতীয় সারির ব্যাটারদের হাতেই বেশ ‘নিগ্রহে’র শিকার মেহেদী হাসান ও সৌম্য। ৩ ওভারে মেহেদী ২৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকটে। ওমানের ব্যাটাররা সবচেয়ে মজা পেয়েছেন সৌম্যকে খেলে, তাঁর ৩ ওভারেই তুলেছেন ৩৫ রান।

প্রস্তুতি ম্যাচে অবশ্য জয়-পরাজয় ছাপিয়ে ঝালিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। সেটি গতকাল ভালোই হয়েছে বাংলাদেশের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত