নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওমান ‘এ’ দলের বিপক্ষে গতকালের প্রস্তুতি ম্যাচের শুরুতেই দৃষ্টি কাড়ল বাংলাদেশ দলের জার্সি। জার্সিটা দেখে অনেকেই নষ্টালজিয়ায় ভুগলেন। ২০০৫ সালের দিকের বাংলাদেশ দলের জার্সির নকশাটা একটু অন্যভাবে ফিরিয়ে আনা হয়েছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটার ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি মিলেছে। দারুণ জার্সিতে বাংলাদেশ দলের প্রস্তুতিপর্বের শুরুটাও হয়েছে রঙিন। এ ম্যাচে সবচেয়ে রঙিন ছিলেন নুরুল হাসান সোহান। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ওমান ‘এ’ দলের বিপক্ষে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করলেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার।
শুধু সোহান নন, অনানুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচে দারুণ ঝালিয়ে নিয়েছেন নাঈম-শামীমরাও। বাংলাদেশের দেওয়া ২০৮ রানের পাহাড় ডিঙাতে গিয়ে ওমান ‘এ’ দল থেমেছে ৯ উইকেটে ১৪৭ রান তুলে। বাংলাদেশ জিতেছে ৬০ রানে।
বাংলাদেশকে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওমানেই। সেখানে আগে কোনো দিন না খেলা লিটন-সোহানদের বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিশ্চয় বাড়তি জ্বালানি দেবে। গতকাল খেলা আল আমেরাত স্টেডিয়ামেই হবে মাহমুদউল্লাহদের বাছাইপর্বের সেই ম্যাচগুলো।
গতকাল বাংলাদেশ নেমেছিল নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে ছাড়াই। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈমকে নিয়ে দারুণ শুরু এনে দিয়ে টিম ম্যানেজমেন্টকে স্বস্তিই দিয়েছেন লিটন। অনেকদিন পর ওপেনিং জুটিতে শতরান দেখল বাংলাদেশ।
সময় শ্রীবাস্তবের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন করেছেন ৩৩ বলে ৫৩। ১০২ রানে ওপেনিং জুটি ভাঙার পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশ। পরের ২২ রানে হারায় হারায় সৌম্য (৮), মুশফিক (০) আর আফিফের (৬) উইকেট।
এরপরের গল্পটা সোহানের। অবশ্য সোহান সঙ্গী হিসেবে পান নাঈমের (৬৩) অবসর নেওয়ার পর নামা শামীমকেও। দুজন শেষ ৫ ওভারেই তুলেছেন ৮১ রান। ইনিংসের শেষ বলে সোহানের বিশাল এক ছক্কার পর বলই তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না! ধারাভাষ্যকার সেটি দেখে মজা করে বললেন, ‘কোনো কুরিয়ার সেবা দেওয়া প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হোক বলটা ফেরাতে।’ ৭ ছক্কায় ১৫ বলে ৪৯ রান প্রস্তুতিটা বেশ ভালোই হলো সোহানের। শামীম অপরাজিত ছিলেন ১০ বলে ১৯ রান করে।
বোলিংয়ে বাংলাদেশের বোলাররা বুঝতে পারলেন হাই স্কোরিং উইকেটে কতটা কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। ওমানের দ্বিতীয় সারির ব্যাটারদের হাতেই বেশ ‘নিগ্রহে’র শিকার মেহেদী হাসান ও সৌম্য। ৩ ওভারে মেহেদী ২৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকটে। ওমানের ব্যাটাররা সবচেয়ে মজা পেয়েছেন সৌম্যকে খেলে, তাঁর ৩ ওভারেই তুলেছেন ৩৫ রান।
প্রস্তুতি ম্যাচে অবশ্য জয়-পরাজয় ছাপিয়ে ঝালিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। সেটি গতকাল ভালোই হয়েছে বাংলাদেশের।
ওমান ‘এ’ দলের বিপক্ষে গতকালের প্রস্তুতি ম্যাচের শুরুতেই দৃষ্টি কাড়ল বাংলাদেশ দলের জার্সি। জার্সিটা দেখে অনেকেই নষ্টালজিয়ায় ভুগলেন। ২০০৫ সালের দিকের বাংলাদেশ দলের জার্সির নকশাটা একটু অন্যভাবে ফিরিয়ে আনা হয়েছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটার ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি মিলেছে। দারুণ জার্সিতে বাংলাদেশ দলের প্রস্তুতিপর্বের শুরুটাও হয়েছে রঙিন। এ ম্যাচে সবচেয়ে রঙিন ছিলেন নুরুল হাসান সোহান। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ওমান ‘এ’ দলের বিপক্ষে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করলেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার।
শুধু সোহান নন, অনানুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচে দারুণ ঝালিয়ে নিয়েছেন নাঈম-শামীমরাও। বাংলাদেশের দেওয়া ২০৮ রানের পাহাড় ডিঙাতে গিয়ে ওমান ‘এ’ দল থেমেছে ৯ উইকেটে ১৪৭ রান তুলে। বাংলাদেশ জিতেছে ৬০ রানে।
বাংলাদেশকে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওমানেই। সেখানে আগে কোনো দিন না খেলা লিটন-সোহানদের বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিশ্চয় বাড়তি জ্বালানি দেবে। গতকাল খেলা আল আমেরাত স্টেডিয়ামেই হবে মাহমুদউল্লাহদের বাছাইপর্বের সেই ম্যাচগুলো।
গতকাল বাংলাদেশ নেমেছিল নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে ছাড়াই। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈমকে নিয়ে দারুণ শুরু এনে দিয়ে টিম ম্যানেজমেন্টকে স্বস্তিই দিয়েছেন লিটন। অনেকদিন পর ওপেনিং জুটিতে শতরান দেখল বাংলাদেশ।
সময় শ্রীবাস্তবের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন করেছেন ৩৩ বলে ৫৩। ১০২ রানে ওপেনিং জুটি ভাঙার পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশ। পরের ২২ রানে হারায় হারায় সৌম্য (৮), মুশফিক (০) আর আফিফের (৬) উইকেট।
এরপরের গল্পটা সোহানের। অবশ্য সোহান সঙ্গী হিসেবে পান নাঈমের (৬৩) অবসর নেওয়ার পর নামা শামীমকেও। দুজন শেষ ৫ ওভারেই তুলেছেন ৮১ রান। ইনিংসের শেষ বলে সোহানের বিশাল এক ছক্কার পর বলই তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না! ধারাভাষ্যকার সেটি দেখে মজা করে বললেন, ‘কোনো কুরিয়ার সেবা দেওয়া প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হোক বলটা ফেরাতে।’ ৭ ছক্কায় ১৫ বলে ৪৯ রান প্রস্তুতিটা বেশ ভালোই হলো সোহানের। শামীম অপরাজিত ছিলেন ১০ বলে ১৯ রান করে।
বোলিংয়ে বাংলাদেশের বোলাররা বুঝতে পারলেন হাই স্কোরিং উইকেটে কতটা কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। ওমানের দ্বিতীয় সারির ব্যাটারদের হাতেই বেশ ‘নিগ্রহে’র শিকার মেহেদী হাসান ও সৌম্য। ৩ ওভারে মেহেদী ২৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকটে। ওমানের ব্যাটাররা সবচেয়ে মজা পেয়েছেন সৌম্যকে খেলে, তাঁর ৩ ওভারেই তুলেছেন ৩৫ রান।
প্রস্তুতি ম্যাচে অবশ্য জয়-পরাজয় ছাপিয়ে ঝালিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। সেটি গতকাল ভালোই হয়েছে বাংলাদেশের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪