Ajker Patrika

ভিজিএফের সাত বস্তা চাল জব্দ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২: ২৩
ভিজিএফের সাত বস্তা চাল জব্দ

লক্ষ্মীপুরেরে কমলনগর উপজেলায় সাত বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চরমার্টিন ইউনিয়ন পরিষদের পাশ থেকে এ চাল জব্দ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউপির ট্যাগ কর্মকর্তা মোর্শেদ আলম ঘটনাস্থল থেকে এ চাল জব্দ করেন।

স্থানীয়রা জানায়, স্থানীয় ফল বিক্রেতা নুর হোসেন চরমার্টিন ভোট অফিস এলাকা থেকে তিন ধাপে রিকশাভর্তি চাল নিয়ে যাচ্ছিলেন। পরে সন্দেহ হলে বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে জানানো হয়। পরে তিনি রেখার বাপের বাড়িতে গিয়ে রিকশাভর্তি ৭ বস্তা চাল দেখতে পেয়ে মোর্শেদ আলমকে জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্যাগ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করেন। জব্দ চাল ইউপিতে নিয়ে আসেন তাঁরা। তবে এরই মধ্যে অভিযুক্ত নুর হোসেন পালিয়ে যান।

চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘নুর হোসেন এর আগেও কয়েক ধাপে চাল পাচার করেছেন। লোকজন আমাকে জানিয়েছেন। গতকাল গিয়ে হাতেনাতে ধরেছি। নুর হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি চেয়ারম্যানের হয়ে চাল সংগ্রহ করেছেন বলে জানান।’

এদিকে অভিযুক্ত নুর হোসেন বলেন, ‘আমি টোকেন জমা দিয়ে চাল সংগ্রহ করে বস্তায় ভরে রেখেছি। পরে লোকজনের মধ্যে তা বিতরণ করব।’

চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণকালে স্থানীয় নুর হোসেন টোকেন দিয়ে ১০ কেজি করে চাল সংগ্রহ করেছেন। তিন কার মাধ্যমে এত টোকেন পেয়েছেন বা চাল সংগ্রহ করেছেন আমি জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে চাল জব্দ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও চরমার্টিন ইউপির ট্যাগ কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, ‘নুর হোসেনের এক সঙ্গে এতগুলো চাল সংগ্রহে থাকা বেআইনি। আমি রিকশাসহ চালগুলো জব্দ করেছি। বিধি মোতাবেক চেয়ারম্যানকে বিষয়টি নিয়ে মামলা করার পরামর্শ দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, জব্দ চাল হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে। ট্যাগ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত