Ajker Patrika

বৃষ্টিতে ধানচাষির মাথায় হাত

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ২৬
বৃষ্টিতে ধানচাষির মাথায় হাত

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। এতে দিনমজুরেরা রয়েছেন সবচেয়ে বিপাকে। কৃষকেরাও আমনের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। টানা দুই দিনের বৃষ্টিতে বটিয়াঘাটার বেশির ভাগ আমন ধানখেত পানিতে তলিয়ে গেছে।

জানা গেছে, ইতিমধ্যে শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। অনেক কৃষক ধান কেটে রেখেছেন বিলে। বৃষ্টিতে এখন তলিয়ে গেছে এসব কাটাধান। এই নিয়ে তারা এখন অনেকটাই দিশেহারা। কৃষকেরা বলছেন, এভাবে বৃষ্টি হলে তাদের ধান জমিতেই নষ্ট হয়ে যাবে। তা ছাড়া যেসব ধান এখনো পাকে নাই এর অবস্থাও খুব খারাপ হবে।

খোঁজখবর নিয়ে জানা যায়, গতবারের তুলোনায় এবার ধানের মৌসুম খুবই ভালো। এবার ধানে পোকামাকড়সহ অন্যান্য রোগ নেই বললেই চলে। যেখানে গত বছর কারেন্ট পোকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অঞ্চলের কৃষকদের ধান।

উপজেলার বারোআড়িয়া এলাকার কৃষক সমির মিস্ত্রী বলেন, বৃষ্টির কারণে এসব এলাকার বেশিরভাগ কাঁচা পাকা ধান খেত পানিতে তলিয়ে গেছে। জমিতে বেশি দিন পানি থাকলে কাটা ধান একেবারেই নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, অনেক কৃষক বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছেন। ফলে সঠিক সময়ের মধ্যে ধান মাড়াই করে ঘরে তুলতে না পারলে অনেক ক্ষতিগ্রস্ত হবেন তারা।

বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রবিউল ইসলাম বলেন, গতবার আমন মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৬০০ হেক্টর জমিতে ৪৩ হাজার ৮৩৪ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। চলতি বছরেও ১৭ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। আশা করা হয়েছিল ৪৪ হাজার মেট্রিকটন ধানই উৎপাদন হবে। এবার ধানের ফসল গতবারের তুলনায় অনেক ভালো। যে কারণে এবার উপজেলার ৭টি ইউনিয়নে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হতে পারে গতবারের তুলনায় অনেক বেশি। তিনি আরও বলেন, টানা বৃষ্টির কারণে আধা পাকা ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুদিন টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে তেরখাদাবাসী। সবচেয়ে বিপদে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। ঝড়ো হাওয়ার সঙ্গে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। রোববার দিনভর বৃষ্টিতে রাস্তাঘাট কাঁদা পানিতে একাকার হয়েছে। সারা দিনই ঝিরিঝিরি বৃষ্টি হলেও রাত থেকে শুরু হয় ভারী বৃষ্টি।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কাটলেই তাপমাত্রা কমবে, আর এই সময় থেকে বাড়তে থাকবে শীতের তীব্রতা। বুধবার থেকে জাওয়াদের প্রভাব কেটে যাবে। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত