Ajker Patrika

বীর নিবাস পাচ্ছেন ১০ বীর মুক্তিযোদ্ধা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
বীর নিবাস পাচ্ছেন ১০ বীর মুক্তিযোদ্ধা

ব্রাহ্মণপাড়া উপজেলায় বীর নিবাস পাচ্ছেন ১০ বীর মুক্তিযোদ্ধা। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে এর নির্মাণকাজ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সোহেল রানা বলেন, ‘সরেজমিনে পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পাঠানো হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ১০টি বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. এনামুল হক বলেন, প্রতিটি বাড়ির জায়গা ১ হাজার ৭৬৩ বর্গফুট নির্ধারণ করা হয়েছে। প্রতিটির ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য এ বীর নিবাস নির্মাণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত