বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল দ্বাবিংশ চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মমতাশঙ্কর। এ দিন সন্ধ্যা ৭টায় শাহবাগের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অডিটরিয়ামে প্রদর্শিত হয় মমতাশঙ্কর অভিনীত ‘বিজয়ার পরে’। সিনেমা প্রদর্শনীর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন মমতাশঙ্করসহ সিনেমার কলাকুশলীরা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ।
মমতাশঙ্করের বক্তব্যের আগে ম হামিদ জানান নৃত্যশিল্পের বিকাশে এই অভিনেত্রীর পরিবারের অবদানের কথা। তিনি বলেন, ‘এখনকার প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, মমতাশঙ্কর কী বিশাল ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক পরিবারের মানুষ। আধুনিক ভারতের নৃত্যশিল্পের ভিত্তি যাঁরা করে দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম তাঁর বাবা উদয়শঙ্কর।
নৃত্যশিল্পে মমতাশঙ্করের মা অমলাশঙ্করের অবদানও অনস্বীকার্য। সেই বিখ্যাত পরিবারের কন্যা আমাদের মাঝে উপস্থিত আছেন, এটা আমাদের জন্য গর্বের।’
ম হামিদের এমন কথা শুনে মমতাশঙ্কর বলেন, ‘সত্যিই আমি ভাগ্যবান, এমন পরিবারে আমার জন্ম হয়েছে। কোনো জন্মে খুব ভালো কাজ করেছিলাম, তাই এ পরিবারে জন্ম হয়েছে। এতে আমার কোনো কৃতিত্ব নেই। আমি অতিসাধারণের সাধারণ। আজ আমি সব পেয়েছি। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, সেটাও ভাবা যায় না। মৃণালদার হাত ধরে আসা। এরপর সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাসগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, রাজা মিত্র এবং এখনকার যাঁরা যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগের সঙ্গেই আমার কাজ হয়েছে। এবার অভিজিত শ্রী দাসের সঙ্গে কাজ হলো।’
এরপর নিজের সিনেমা বিজয়ার পরে নিয়ে কথা বলেন মমতাশঙ্কর। সিনেমার প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতে হাসতে হাসতে জানালেন, এই সিনেমার পরিচালক তাঁকে প্রথমে নিতে চাননি। মমতাশঙ্কর বলেন, ‘নির্মাতা অভিজিতের তালিকায় কয়েকজনের নাম ছিল। এই সিনেমার অভিনেতা দীপংকর দে আমার কথা নির্মাতাকে বলেছিল। তারপরেও তিনি মনটাকে স্থির করতে পারেননি। অনেক রিসার্চ করে আমার কাছে এসেছেন। যখন আসলেন তখন শারীরিক ও মানসিকভাবে অনেক ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম। আমাকে যে স্ক্রিপ্ট দিয়ে গিয়েছিলেন, সেটাও পড়তে পারিনি। সুস্থ হয়ে যখন স্ক্রিপ্ট পড়লাম, তখন আমি বললাম, এ ছবি আমি করতে পারব না। কারণ এত ভালো আর কঠিন রোল পড়ে অনেক নার্ভাস লাগছে। অন্য কাউকে দেখো। অভিজিৎ আমায় বলল, তাহলে আর ছবিটা হবে না। যখন কাজ শুরু করলাম, কীভাবে যে এর মধ্যে ঢুকে পড়লাম, নিজেও জানি না। ওপরে কেউ একজন আছেন, তিনিই আমাকে দিয়ে করিয়েছেন।’
আজকের সিনেমা
জাতীয় জাদুঘর
⊲ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মি.: নাম্বার টেন (ইরান), বেলা ১টা: দ্য রেজ (রাশিয়া), বেলা ৩টা: দ্য লাস্ট অনার (ভারত), বিকেল ৫টা: মাইটি আফরিন (বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিস), সন্ধ্যা ৭টা: অলক্ষে ঋত্বিক (ভারত)
⊲ সুফিয়া কামাল মিলনায়তন
সকাল ১০টা ৩০ মি.: দেয়ার অ্যান্ড ব্যাক (রাশিয়া), বেলা ১টা: জালালদিন (মরক্কো), বেলা ৩টা: হিউম্যানাস টিমব্রেস (তুরস্ক), দ্য ড্রিমক্যাচার (ভারত), বিকেল ৫টা: দ্য ফ্লাওয়ার (ভারত), ডেনি চৌবাগা (সেনেগাল), সন্ধ্যা ৭টা: চিনি (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো), তিরে বেধো না (ভারত)
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
⊲ সংগীত ও নৃত্যকলা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মি.: দ্য টেসলা কেস (বুলগেরিয়া), বেলা ১টা: ম্যান অব ডিডস (বুলগেরিয়া ও রোমানিয়া), বেলা ৩টা: আই অ্যাম হোয়াট আই অ্যাম (চীন), বিকেল ৫টা: এন্টিক কালেক্টর (বাংলাদেশ), মনোবান (বাংলাদেশ), ডাইনির বাঁশি (বাংলাদেশ), পেসেনজার (বাংলাদেশ), সম্পর্ক (বাংলাদেশ), টোকাই (বাংলাদেশ)
⊲ চিত্রশালা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মি.: লস টু উইন (চীন), বেলা ১টা: দ্য লাইট (রাশিয়া), বেলা ৩টা: লেদার জ্যাকেট ম্যান (ইরান), বেলা ৫টা: মেঘের কপাট (বাংলাদেশ)
⊲ চিত্রশালা মিলনায়তন, ৫ম তলা
সকাল ১০টা ৩০ মি.: নো ওয়ান (চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা), বেলা ১টা: ড্রিম টাউন (ফিলিপাইনস), ডাম্মি (ইউকে), টু আলমা (ইতালি), টক টু মি (জাপান), ইয়ামা (গ্রিস), ফার (আইসল্যান্ড), বেলা ৩টা: অ্যানাদার ওয়ার্ল্ড (ফ্রান্স, ইতালি), বিকেল ৫টা: প্লেস অব দ্য সোল (কাতার)
আলিয়ঁস ফ্রঁসেজ
সকাল ১০টা: শেষ পাতা (ভারত), বেলা ২টা ৩০ মি.: গড গিফট (কিরগিজস্তান), বিকেল ৪টা ৩০ মি.: নাম্বার টেন (ইরান)
গতকাল দ্বাবিংশ চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মমতাশঙ্কর। এ দিন সন্ধ্যা ৭টায় শাহবাগের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অডিটরিয়ামে প্রদর্শিত হয় মমতাশঙ্কর অভিনীত ‘বিজয়ার পরে’। সিনেমা প্রদর্শনীর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন মমতাশঙ্করসহ সিনেমার কলাকুশলীরা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ।
মমতাশঙ্করের বক্তব্যের আগে ম হামিদ জানান নৃত্যশিল্পের বিকাশে এই অভিনেত্রীর পরিবারের অবদানের কথা। তিনি বলেন, ‘এখনকার প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, মমতাশঙ্কর কী বিশাল ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক পরিবারের মানুষ। আধুনিক ভারতের নৃত্যশিল্পের ভিত্তি যাঁরা করে দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম তাঁর বাবা উদয়শঙ্কর।
নৃত্যশিল্পে মমতাশঙ্করের মা অমলাশঙ্করের অবদানও অনস্বীকার্য। সেই বিখ্যাত পরিবারের কন্যা আমাদের মাঝে উপস্থিত আছেন, এটা আমাদের জন্য গর্বের।’
ম হামিদের এমন কথা শুনে মমতাশঙ্কর বলেন, ‘সত্যিই আমি ভাগ্যবান, এমন পরিবারে আমার জন্ম হয়েছে। কোনো জন্মে খুব ভালো কাজ করেছিলাম, তাই এ পরিবারে জন্ম হয়েছে। এতে আমার কোনো কৃতিত্ব নেই। আমি অতিসাধারণের সাধারণ। আজ আমি সব পেয়েছি। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, সেটাও ভাবা যায় না। মৃণালদার হাত ধরে আসা। এরপর সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাসগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, রাজা মিত্র এবং এখনকার যাঁরা যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগের সঙ্গেই আমার কাজ হয়েছে। এবার অভিজিত শ্রী দাসের সঙ্গে কাজ হলো।’
এরপর নিজের সিনেমা বিজয়ার পরে নিয়ে কথা বলেন মমতাশঙ্কর। সিনেমার প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতে হাসতে হাসতে জানালেন, এই সিনেমার পরিচালক তাঁকে প্রথমে নিতে চাননি। মমতাশঙ্কর বলেন, ‘নির্মাতা অভিজিতের তালিকায় কয়েকজনের নাম ছিল। এই সিনেমার অভিনেতা দীপংকর দে আমার কথা নির্মাতাকে বলেছিল। তারপরেও তিনি মনটাকে স্থির করতে পারেননি। অনেক রিসার্চ করে আমার কাছে এসেছেন। যখন আসলেন তখন শারীরিক ও মানসিকভাবে অনেক ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম। আমাকে যে স্ক্রিপ্ট দিয়ে গিয়েছিলেন, সেটাও পড়তে পারিনি। সুস্থ হয়ে যখন স্ক্রিপ্ট পড়লাম, তখন আমি বললাম, এ ছবি আমি করতে পারব না। কারণ এত ভালো আর কঠিন রোল পড়ে অনেক নার্ভাস লাগছে। অন্য কাউকে দেখো। অভিজিৎ আমায় বলল, তাহলে আর ছবিটা হবে না। যখন কাজ শুরু করলাম, কীভাবে যে এর মধ্যে ঢুকে পড়লাম, নিজেও জানি না। ওপরে কেউ একজন আছেন, তিনিই আমাকে দিয়ে করিয়েছেন।’
আজকের সিনেমা
জাতীয় জাদুঘর
⊲ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মি.: নাম্বার টেন (ইরান), বেলা ১টা: দ্য রেজ (রাশিয়া), বেলা ৩টা: দ্য লাস্ট অনার (ভারত), বিকেল ৫টা: মাইটি আফরিন (বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিস), সন্ধ্যা ৭টা: অলক্ষে ঋত্বিক (ভারত)
⊲ সুফিয়া কামাল মিলনায়তন
সকাল ১০টা ৩০ মি.: দেয়ার অ্যান্ড ব্যাক (রাশিয়া), বেলা ১টা: জালালদিন (মরক্কো), বেলা ৩টা: হিউম্যানাস টিমব্রেস (তুরস্ক), দ্য ড্রিমক্যাচার (ভারত), বিকেল ৫টা: দ্য ফ্লাওয়ার (ভারত), ডেনি চৌবাগা (সেনেগাল), সন্ধ্যা ৭টা: চিনি (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো), তিরে বেধো না (ভারত)
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
⊲ সংগীত ও নৃত্যকলা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মি.: দ্য টেসলা কেস (বুলগেরিয়া), বেলা ১টা: ম্যান অব ডিডস (বুলগেরিয়া ও রোমানিয়া), বেলা ৩টা: আই অ্যাম হোয়াট আই অ্যাম (চীন), বিকেল ৫টা: এন্টিক কালেক্টর (বাংলাদেশ), মনোবান (বাংলাদেশ), ডাইনির বাঁশি (বাংলাদেশ), পেসেনজার (বাংলাদেশ), সম্পর্ক (বাংলাদেশ), টোকাই (বাংলাদেশ)
⊲ চিত্রশালা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মি.: লস টু উইন (চীন), বেলা ১টা: দ্য লাইট (রাশিয়া), বেলা ৩টা: লেদার জ্যাকেট ম্যান (ইরান), বেলা ৫টা: মেঘের কপাট (বাংলাদেশ)
⊲ চিত্রশালা মিলনায়তন, ৫ম তলা
সকাল ১০টা ৩০ মি.: নো ওয়ান (চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা), বেলা ১টা: ড্রিম টাউন (ফিলিপাইনস), ডাম্মি (ইউকে), টু আলমা (ইতালি), টক টু মি (জাপান), ইয়ামা (গ্রিস), ফার (আইসল্যান্ড), বেলা ৩টা: অ্যানাদার ওয়ার্ল্ড (ফ্রান্স, ইতালি), বিকেল ৫টা: প্লেস অব দ্য সোল (কাতার)
আলিয়ঁস ফ্রঁসেজ
সকাল ১০টা: শেষ পাতা (ভারত), বেলা ২টা ৩০ মি.: গড গিফট (কিরগিজস্তান), বিকেল ৪টা ৩০ মি.: নাম্বার টেন (ইরান)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪