Ajker Patrika

পাহাড়ের ওপর স্কুল: ঢলে ক্ষতি দেখিয়ে বরাদ্দ অনিয়মের অভিযোগ

হিমেল চাকমা, রাঙামাটি
Thumbnail image

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইমার্জেন্সি তহবিল থেকে রাঙামাটির বরকল উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ আনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলো পাহাড়ের ওপরে নির্মিত। তাই বিদ্যালয় ভবন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। তবে সেগুলো ঢলে ক্ষতিগ্রস্ত দেখিয়ে এ বরাদ্দ আনা হয় বলে জানা গেছে। বরাদ্দ পাওয়া স্কুলপ্রধানদের অনেকে বলেছেন, তাঁরা কোথাও আবেদন করেননি। শিক্ষা অফিস সবকিছু করেছে। বরাদ্দের টাকা পাওয়া কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানতেনই না তাঁর বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আড়াই লাখ টাকা করে বরাদ্দ পেয়েছে রকবিবছড়া বটটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১), তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২), ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২), বামে মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাপুনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দবীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিকসেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া দুই লাখ টাকা করে বরাদ্দ পেয়েছে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১), সুবান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠেগা চাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই বিদ্যালয়গুলোর মধ্য সাতটি ভারতীয় সীমান্তবর্তী বড় হরিণা ইউনিয়নে, পাঁচটি ভূষণছড়া ইউনিয়নে এবং তিনটি আইমাছড়া ইউনিয়নে। একেবারে দুর্গম এলাকায়।

বরাদ্দ পাওয়া এক স্কুলের প্রধান শিক্ষক ধন কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ি ঢলে আমার স্কুল ক্ষতিগ্রস্তের সুযোগ নেই। আমি কোথাও আবেদন করিনি। শিক্ষা অফিস থেকে খবর পেয়ে গিয়েছি। আমার স্কুলের নামে দুই লাখ টাকা বরাদ্দ এসেছে। সেখান থেকে আমাকে কিছু দেওয়া হয়।’ 
বরাদ্দ পাওয়া অন্য একটি স্কুলের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার স্কুলটি পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা নেই। স্কুলের নামে আড়াই লাখ টাকা বরাদ্দ আসে। এ টাকা উত্তোলনের আগে টিইও স্যার এক লাখ টাকা নিয়ে নেন।’

নিকসেন্দ্রা স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. আবু সালেহ বলেন, মিটিংয়ে প্রধান শিক্ষক বলেছেন, টিইওকে টাকা দিতে হয়েছে। অবশিষ্ট টাকা দিয়ে সোলার কেনা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার উদয়ন চাকমা বলেন, বরাদ্দ আনার পুরো কাজটি সমন্বয় করেছেন ভাইবোনছড়া স্কুলের শিক্ষক বিমলেন্দু চাকমা। তিনি স্কুলে না গিয়ে সারা দিন টিইও স্যারের এখানে পড়ে থাকেন।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বিমলেন্দু চাকমা বলেন, ‘এ টাকা ছাড় করাতে আমাকে এক টাকাও দিতে হয়নি। আমরা সব টাকা পেয়েছি। স্যার (টিইও) কারও কাছ থেকে টাকা নেননি।’
বড় হরিণা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিলাময় চাকমা বলেন, ‘দুর্গমতাকে কাজে লাগিয়ে এই অনিয়ম করা হয়েছে। এ নিয়ে আমি কথা বলায় জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে শিক্ষকেরা নালিশ দিয়েছেন যে আমি নাকি জেএসএস করি।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বরকলের স্কুলগুলো পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। যেগুলো ক্ষতিগ্রস্ত বলা হয়েছে, তার অধিকাংশের শিক্ষকই স্কুলে যান না।

তবে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়ে বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, বরাদ্দের টাকা স্কুলগুলোকে দেওয়া হয়েছে। এর কাজ চলছে। আগামী জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। এখানে কোনো দুর্নীতি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত