Ajker Patrika

ফুলবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ০৯
ফুলবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন। এ উপলক্ষে গতকাল শনিবার ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্য থেকে প্রিসাইডং কর্তকর্তা হিসেবে ৬৫ জন, সহকারী প্রিসাডিং কর্মকর্তা হিসেবে ৩৭০ জন অংশগ্রহণ করেন। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনিত পোলিং এজেন্ট হিসেবে ৭৭০ জন প্রশিক্ষণ গ্রহন করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহাতাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

এলাকার খবর
Loading...