Ajker Patrika

শেরপুরে প্রচারের সময় সহিংসতায় আহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
শেরপুরে প্রচারের সময় সহিংসতায় আহত ১

বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য প্রার্থীর এক কর্মী আহত হয়েছেন। গত শনিবার রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাফুরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম (৪৫) শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর ভাই মঞ্জুর রাহী বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, গাড়িদহ মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাফুড়া গ্রামের আবুল কালাম আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে আবুল কালাম আজাদ ও তাঁর সমর্থকদের নানা হুমকি -ধমকি দিয়ে আসছেন প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল মান্নান (ফুটবল প্রতীক) ও তাঁর সমর্থকেরা। এরই জেরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আবুল কালাম আজাদের সমর্থক রফিকুল ইসলাম কাফুড়া পূর্বপাড়া নির্বাচনী ক্যাম্পে প্রচার চালানোর সময় আব্দুল মান্নানের সমর্থক জাহিদুল ইসলাম, সোহরাব হোসেনসহ ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ হয়ে প্রচার বন্ধ করে দেন।

এ সময় রফিকুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা লাঠি, রড ও হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে রফিকুল ইসলামের মাথা পেটে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তাঁর ভাই মঞ্জুর রাহীসহ আত্মীয়রা এগিয়ে গেলে তাঁদেরও মারধর করে আহত করা হয়। পরে রফিকুল ইসলামকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই মঞ্জুর রাহী বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘থানায় অভিযোগ করা সত্ত্বেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।’

তবে আব্দুল মান্নানের মোবাইল ফোন নম্বর পাওয়া যায়নি। সে জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত