Ajker Patrika

পুরোনো চাবি চকচক করবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ২৭
পুরোনো   চাবি চকচক করবে

চাবিতে মরিচা বা দাগ পড়লে তালা সহজে খুলতে চায় না। চাবির চাকচিক্য ফেরাতে দেখে নিতে পারেন কয়েকটি টিপস।

  • হাতে আগে গ্লাভস পরে নিন। এরপর চাবির ওপরে সিরিশ কাগজ ঘষতে থাকুন। দাগ উঠে যাবে।
  • দুই টেবিল চামচ লবণ, এক কাপ ভিনিগার ও আটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্ট দিয়ে পুরো চাবি ঢেকে দিয়ে ১০ মিনিট রাখুন। পানি দিয়ে ধুয়ে পাতলা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • টুথব্রাশে টুথ পেস্ট নিয়ে চাবিতে ঘষুন। এরপর ১৫ মিনিটের জন্য চাবিটি রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • চাবির রং লালচে হয়ে গেলে কোকাকোলায় ২৪ ঘণ্টা ডুবিয়ে রাখুন। লালচে ভাব দূর হবে।

সূত্র: উইকিহাউ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত