Ajker Patrika

সবাইকে ছাড়াতে চান রাহি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২০: ৩৭
সবাইকে ছাড়াতে চান রাহি

ফুলবাড়ী থেকে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব। সৃষ্টিশীল কর্মে সবাইকে ছাড়িয়ে যেতে চান রাহি আবদুল্লাহ। স্বপ্ন নিয়ে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘টেনর’। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি।

রাহি কুড়িগ্রামের ফুলবাড়ীর সন্তান। ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এক শিশুর লুকায়িত বেদনার গল্পই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টেনরের গল্প। এতে ফুটিয়ে তোলা হয়েছে আহাদ নামের এক দুরন্ত বালকের কথা। দরিদ্র পরিবারের অভাব অনটন আর পাওয়ায় আকাঙ্ক্ষায় সদা উদগ্ৰীব ও অস্থির করে তুলেছে গল্পের মূল চরিত্রকে। হতদরিদ্র দালালের খপ্পরে পড়েন। সহায়সম্পদ বেঁচে বেশি মজুরির আশায় স্ত্রী সন্তান রেখে পাড়ি জমিয়েছেন অচেনা দেশে। অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করে পথ চেয়ে থাকেন স্ত্রী-সন্তান। না পাওয়ার বেদনা এবং বাবার ফিরে আসায় প্রবল ইচ্ছে পূরণ সদা চঞ্চল করে তোলে আহাদের শিশুমনকে। পরিবারের বেদনা, কষ্ট, সমাজের নানাবিধ হয়রানি, মানবপাচার নিয়েই কাহিনি এগিয়েছে এই চলচ্চিত্রের।

সিনেমার পেছনের গল্প সম্পর্কে রাহি বলেন, ‘আমি কাজটার প্ল্যান করি ২০২০ সালের জুন মাসে। এরপর একটা দল তৈরি করি। আর এই দলই ছিল আমার মূলশক্তি। প্রত্যেকে যেভাবে কাজ করেছে সেটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করবে না।’

তিনি বলেন, ‘সিনেমার প্রতি আগ্রহ শুরু হয় ২০১৪ সালে। আমার বড় ভাই তখন একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছিল। আমি ছোট বেলা থেকে ওটা নিয়ে প্রায়ই নাড়াচাড়া করতাম। আর ক্যামেরাটাই সিনেমার প্রতি আগ্রহ তৈরি করেছিল। এরপর জাফর ইকবাল স্যারের ‘হাত কাটা রবিন’ বইটি পড়ে মনে হয়েছিল আমার সিনেমা বানানো উচিত। এই বইটি দিয়ে শুরু হয় আমার সিনেমার সূচনা। যদিও এই বয়সে এত বড় কাজ করা সম্ভব হবে না। তবুও আমি স্বপ্ন দেখি।’

রাহি আরও বলেন, ‘সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক। এটা বলে আদৌ শেষ করা যাবে কিনা তা আমার বোধগম্য নয়। তবে আমার আপাতত পরিকল্পনা হচ্ছে প্রচুর কাজ করতে চাই, মানুষের জীবন নিয়ে পড়াশোনা করতে চাই। প্রচুর সিনেমা দেখতে চাই। এটি আমার সামনের কয়েক বছরের পরিকল্পনা। এরপর বাকিটা কীভাবে হয় বা কীভাবে হবে সেটা জানা যাবে। আর অদূর ভবিষ্যতের কথা বললে বলব, একটা বিজ্ঞাপন সংস্থা দিতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত