Ajker Patrika

‘বিদ্রোহী প্রার্থী হলে দলের সদস্যপদও জুটবে না’

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ৫০
‘বিদ্রোহী প্রার্থী হলে দলের সদস্যপদও জুটবে না’

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে নৌকার প্রার্থী দিয়েছেন। আমরা যেহেতু দল করি; তাই দলের সিদ্ধান্ত আমাদের মানতেই হবে। এখানে অন্য কোনো চিন্তার সুযোগ নেই। গত বারের কোনো বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ভুলক্রমে কোথাও দুই-একজনকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে।’

গত শুক্রবার রাত ৮টায় জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘দলের কোনো কমিটিতে বিদ্রোহীদের আর স্থান না দিতে আমাদের কাছে নির্দেশনা এসেছে। যারা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হবেন; তারা আওয়ামী লীগের কাউন্সিলে কোনো পদে আসাতো দূরের কথা সদস্য পদ পর্যন্তও পাবেন না।’

জেলা আওয়ামী লীগের সম্পাদক মিছবাহুর রহমান আরও বলেন, ‘রাজনীতি একদিনের নয়। এটা দীর্ঘমেয়াদি একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে থেকেই রাজনীতি করে যেতে হয়। তাই বিদ্রোহী হয়ে নিজেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে ধ্বংস করবেন না। সকলের কাছে অনুরোধ ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুন।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ সিরাজ উদ্দিন। এতে আরও বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত