Ajker Patrika

দেড় মাসেও বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়নি

শামিমুজ্জামান, খুলনা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৬
দেড় মাসেও বিএনপির  পূর্ণাঙ্গ কমিটি হয়নি

নির্ধারিত সময় ছিল ১৫ দিন। কিন্তু দেড় মাস অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যেও খুলনা জেলা ও নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। দায়িত্বশীল নেতারা বলছেন, টানা দলীয় কর্মসূচি ও অনেক নেতা অসুস্থ থাকায় কমিটি গঠন করা যায়নি।

গত ৯ ডিসেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপিতে তিন সদস্যবিশিষ্ট পৃথক আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র।

অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করে মহানগর এবং জেলার আমির এজাজ খানকে আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্যসচিব করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এরপর গত ১৪ ডিসেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরবর্তী ১৫ দিনের মধ্যে আংশিক আহ্বায়ক কমিটির তিনজনের সুপারিশসহ সর্বোচ্চ ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

এ ব্যাপারে জেলা আহ্বায়ক আমির এজাজ খান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে টানা বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা শাখা। এ ছাড়া এ সময়ের মধ্যে বেশ কয়েকজন নেতা অসুস্থ হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। তবে কেন্দ্রের কাছ থেকে সময় চেয়ে নেওয়া হয়েছে। দ্রুত কমিটি করা হবে।

অপরদিকে নগর শাখার সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, নগর আহ্বায়ক করোনায় আক্রান্ত ছিলেন। তার সঙ্গে একসঙ্গে বসে আলোচনা সম্ভব হয়নি। যে কারণে দেরি হয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হবে।

এদিকে ঘোষিত কমিটি থেকে বাদ পড়েন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনিসহ তাঁদের অনুসারীরা। এরই প্রতিবাদে ১২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করে আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবি জানান নগর বিএনপির সদ্যসাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এতে ক্ষুব্ধ হয়ে গত ১৩ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় মঞ্জুকে। পরে ২৫ ডিসেম্বর সাংগঠনিক সম্পাদকের (খুলনা বিভাগ) পদ থেকেও নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেয় বিএনপি। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে মহানগর কমিটির মহানগরীর ৫টি থানা কমিটিসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতারা পদত্যাগ করেন, যা খুলনা বিএনপিতে ইতিপূর্বে ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত