Ajker Patrika

স্ত্রী, ভাই ও বন্ধুকে নিয়ে ছিনতাই চক্র

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩: ৩২
স্ত্রী, ভাই ও বন্ধুকে নিয়ে ছিনতাই চক্র

মো. সোহেল পেশাদার ছিনতাইকারী। সম্প্রতি তাঁর ছিনতাইয়ের কৌশল পাল্টেছেন। ছিনতাই চক্রে ভিড়িয়েছেন ছোট ভাই সুমন হোসেন সাদ্দামকে। শুধু তাই নয়, সোহেল তাঁর দলে রাখেন নিজের স্ত্রী জেসমিন বেগম পলিকেও। তবে শেষ রক্ষা হয়নি। ডিবির হাতে ধরা পড়েছেন তাঁরা।

এঁদের সঙ্গে সুমনের বন্ধু মো. হৃদয়কেও গ্রেপ্তার করা হয়েছে। হৃদয়ের বাড়ি রাজশাহী শহরের কয়েকদাঁড়া এলাকায়। আর সোহেল, সুমন ও জেসমিন নগরীর বখতিয়ারবাদ মালদা কলোনির বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নগর ডিবির উপকমিশনার আরেফিন জুয়েল বলেন, সম্প্রতি নগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকার এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে বন্ধুত্ব গড়ে তোলেন জেসমিন। এরপর গত ১৫ জানুয়ারি রাত ৮টায় ওই যুবককে বিসিক শিল্প এলাকায় দেখা করতে বলেন জেসমিন। ওই যুবক সেখানে যান। জেসমিন কৌশলে কথা বলতে বলতে তাঁকে মথুরডাঙ্গা আটকুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যান। এরপর সেখানে আগে থেকেই ওঁৎপেতে থাকা জেসমিনের স্বামী সোহেল, দেবর সুমন ও হৃদয় ওই যুবককে ঘিরে ফেলেন এবং চাকুর ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা ও পরনের জ্যাকেট খুলে নেন। এ ঘটনায় নগর ডিবির কাছে অভিযোগ দেন ভুক্তভোগী ওই যুবক।

ডিবি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, জ্যাকেট ও নগদ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত