Ajker Patrika

‘বাংলাদেশকে ছক্কা মারতে হবে বেশি’

রানা আব্বাস, সিডনি থেকে
‘বাংলাদেশকে ছক্কা মারতে হবে বেশি’

ম্যানচেস্টার ইউনাইটেড কি আপনার প্রিয় ক্লাব?

হোবার্ট বিমানবন্দরের কফিশপ থেকে মাত্রই কফি নিয়েছেন কার্লোস ব্রাথওয়েট। হঠাৎ তাঁকে কেন এই প্রশ্ন করা হচ্ছে, তিনি বুঝেছেন। গায়ে তাঁর ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সি। ‘হ্যাঁ, আমার প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আপনার?’—ব্রাথওয়েটের পাল্টা প্রশ্ন। উত্তরটা শোনার পর খুব একটা প্রসন্ন মনে হলো না তাঁকে। তা আপনার প্রিয় খেলোয়াড় কে? এবার ব্রাথওয়েটের উত্তর, ‘ক্রিস্টিয়ানো রোনালদো’—ম্যানচেস্টার ইউনাইটেডকে ব্রাথওয়েট এতটাই পছন্দ করেন, তাঁর স্ত্রী জেসিকা ফেলিক্স আর সন্তান ইডেনের গায়েও উঠেছে লাল জার্সি। ‘ইডেন’ নামটা শুনে কি ইয়ান বিশপের সেই বিখ্যাত কথাটা মনে পড়ে? ‘রিমেম্বার দ্য নেম…’—২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেনের ফাইনালে ব্রাথওয়েটের অতিমানবীয় ইনিংসটা এনে দিয়েছিল উইন্ডিজকে শিরোপা। ইডেন গার্ডেন সেই থেকে হৃদয়ে জায়গা করে নিয়েছে ব্রাথওয়েটের। আর সেই ভালোবাসার নিদর্শন হিসেবেই কন্যাসন্তানের নাম রেখেছেন ‘ইডেন’।

এখনো ব্যাট-প্যাড তুলে রাখেননি। সিডনিতেই যেমন এসেছেন ক্রিকেটিং গিয়ার্স নিয়ে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাথওয়েটকে দেখা যাচ্ছে ধারাভাষ্যকার হিসেবে। গতকাল হোবার্ট থেকে ফেরার সময় যখন তাঁকে প্রশ্ন করা হলো, দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এভাবে বিদায় নিল, কারণটা কী? ‘বুঝতেই পারছেন, দেখতেই পারছেন…’—ব্রাথওয়েটের অভিব্যক্তিই বলে দিচ্ছিল প্রশ্নটা তাঁর কাছে অস্বস্তির। কিন্তু আরেকটি প্রশ্নের উত্তর তাঁর কাছে আছে। কোনটি সহজ, ধারাভাষ্য নাকি ছক্কা মারা?

‘ছক্কা মারা’—মুখে মৃদু হাসি ঝুলিয়ে কফি হাতে স্ত্রী-সন্তানের কাছে চলে গেলেন ব্রাথওয়েট।

হোবার্ট বিমানবন্দরে দুই প্রোটিয়া কিংবদন্তি শন পোলক ও ডেল স্টেইনের দেখা। দুজনই ধারাভাষ্য দিচ্ছেন বিশ্বকাপে। তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান।ব্রাথওয়েট যেতেই এলেন নাসের হুসেইন। সৌজন্য বিনিময়ের পর সাবেক ইংলিশ অধিনায়কের কাছে প্রশ্ন, কারা চ্যাম্পিয়ন হবে এই বিশ্বকাপে? নাসেরের ঝটপট উত্তর: ইংল্যান্ড-ভারত ফাইনাল। স্বাগতিক অস্ট্রেলিয়ার তাহলে সম্ভাবনা নেই? নাসের ডানে-বাঁয়ে কাঁধ নাড়ান, ‘না’। নাসের প্রশ্ন করলেন, আপনি কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান? উত্তরটা ‘বাংলাদেশ’ শুনে তিনি অবাক হলেন না, তবে মুচকি হাসলেন, ‘বাংলাদেশ দলটা আমি খুব পছন্দ করি। ভালো দল। তবে ওদের ব্যাটিং ভালো করতে হবে। ছক্কা মারতে হবে অনেক বেশি। পাওয়ার হিটিং জানতে হবে। বাংলাদেশ তো ইংল্যান্ডের গ্রুপে নেই। দেখা হতে পারে সেমিফাইনালে, কী বলেন?’

নাসেরের আগে হোবার্ট বিমানবন্দরে ঢুকতেই দেখা হলো শন পোলকের সঙ্গে। গত পরশু বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকাকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের সঙ্গে। ব্যাড লাক—পোলক এ সান্ত্বনার বিপরীতে বললেন, ‘নো মোর লাক!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত