হাসনাত শোয়েব, ঢাকা
বয়স ২৫ বছর। র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় তিনি, কদিন আগেই জিতলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। সময়টা তাঁর শুধুই এগিয়ে যাওয়ার। কিন্তু সে সময়কেই অ্যাশলে বার্টি বেছে নিলেন অপ্রত্যাশিত এক সিদ্ধান্তের জন্য—টেনিসকে বিদায় জানাচ্ছেন তিনি। কোনো চোট বা দুর্ঘটনায় নয়, বার্টি বিদায় জানালেন সুখী মন নিয়ে।
২০১৯ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন বার্টি। গত বছর জিতেছেন উইম্বলডন। সেরেনা উইলিয়ামসের পর বর্তমান তারকাদের মাঝে ক্লে কোর্ট, ঘাসের ও হার্ড কোর্টে শিরোপা জয়ের দারুণ কীর্তি ছিল শুধু তাঁর। তবে কোনো কীর্তিই যেন তাঁকে ধরে রাখার জন্য যথেষ্ট হলো না। এক বিবৃতিতে বার্টি বলেছেন, ‘আমি ভীষণ সুখী এবং প্রস্তুত (বিদায় নিতে)। একজন মানুষ হিসেবে হৃদয় থেকে জানি এটাই উপযুক্ত সময়। শারীরিকভাবে আমার আর কিছু দেওয়ার নেই।’ অবশ্য শুধুই বার্টিই নন, অসময়ে টেনিসকে বিদায় জানানো তারকার সংখ্যা নেহাত কম নয়—
স্টেফি গ্রাফ
৩০ বছর বয়সে চোটের সঙ্গে লড়াই করে টেনিসকে বিদায় জানান স্টেফি গ্রাফ। হঠাৎ তাঁর অবসরের ঘোষণা ধাক্কা দিয়েছিল টেনিস বিশ্বকে। অবসর নেওয়ার সময়েও দারুণ ছন্দে ছিলেন তিনি। র্যাঙ্কিংয়ের তিনে থাকা স্টেফি অবসরের কদিন আগে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। সামনে অপেক্ষায় ছিল আরও দারুণ কিছু। কিন্তু চোটের কাছে হার মেনে স্টেফি বিদায় জানান টেনিসকে।
বিয়ন বোর্গ
২৫ বছর বয়সেই সর্বকালের অন্যতম সেরা তারকাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছিলেন বিয়ন বোর্গ। তখনই তাঁর দখলে ছিল ১১টি গ্র্যান্ড স্লাম। অনেকের ধারণা ছিল, টেনিস ইতিহাসে বোর্গ হয়তো নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন। তবে ১৯৮১ সালে ইউএস ওপেন ফাইনালে হেরে বড় ধাক্কা খান তিনি। এর আগেও তিনবার যুক্তরাষ্ট্র ওপেনে ফাইনাল হেরেছেন তিনি। তবে সেবারের হার মানতেই পারেননি তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই ফ্ল্যাশিং মিডো ছেড়ে যান বোর্গ। এরপর ১৯৮৩ সালের জানুয়ারিতে টেনিসকেই বিদায় বলে দেন তিনি। এটা শুধু টেনিসের জন্যই নয়, ক্রীড়া দুনিয়ার জন্য ছিল বড় ধাক্কা। নব্বই দশকের শুরুতে একবার ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
জাস্টিন হেনিন
বার্টির বিদায়ের সঙ্গে মিল পাওয়া যাবে জাস্টিন হেনিনের বিদায়ের সঙ্গে। ২০০৮ সালের মে মাসে ২৫ বছর বয়সে র্যাঙ্কিং সেরা থাকার সময় বিদায় নেন হেনিন। যখন মনে হচ্ছিল, হেনিন আরও অনেক কিছু জিততে যাচ্ছেন তখনই এমন সিদ্ধান্ত জানান তিনি। কারও কারও মতে, হেনিন তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। তবে নিজেকে আরও ওপরে তোলার সুযোগ ছিল তাঁর। ২০১০ সালের দিকে অবশ্য ফিরে এসেছিলেন। কিন্তু পুরোনো ছন্দ ফিরে না পাওয়ায় সফল হতে পারেননি আর।
মার্টিনা হিঙ্গিস
চোটের সঙ্গে লড়াই করে মার্টিনা হিঙ্গিস প্রথম অবসর নেন ২২ বছর বয়সে। তবে তার আগেই হিঙ্গিস জিতে নেন ৫টি গ্র্যান্ড স্লাম। সময়ের অন্যতম সেরা এই তারকা ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অবসরের ঘোষণা দেন। এরপর অবশ্য ফিরে আসেন তিনি। তবে এককে আর কোনো শিরোপা জেতা হয়নি তাঁর।
অ্যান্ডি রডিক, কিম ক্লাইস্টার্স ও মারিওন বার্তোলির অবসরও কম চমকজাগানিয়া নয় টেনিস-বিশ্বের কাছে।
বয়স ২৫ বছর। র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় তিনি, কদিন আগেই জিতলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। সময়টা তাঁর শুধুই এগিয়ে যাওয়ার। কিন্তু সে সময়কেই অ্যাশলে বার্টি বেছে নিলেন অপ্রত্যাশিত এক সিদ্ধান্তের জন্য—টেনিসকে বিদায় জানাচ্ছেন তিনি। কোনো চোট বা দুর্ঘটনায় নয়, বার্টি বিদায় জানালেন সুখী মন নিয়ে।
২০১৯ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন বার্টি। গত বছর জিতেছেন উইম্বলডন। সেরেনা উইলিয়ামসের পর বর্তমান তারকাদের মাঝে ক্লে কোর্ট, ঘাসের ও হার্ড কোর্টে শিরোপা জয়ের দারুণ কীর্তি ছিল শুধু তাঁর। তবে কোনো কীর্তিই যেন তাঁকে ধরে রাখার জন্য যথেষ্ট হলো না। এক বিবৃতিতে বার্টি বলেছেন, ‘আমি ভীষণ সুখী এবং প্রস্তুত (বিদায় নিতে)। একজন মানুষ হিসেবে হৃদয় থেকে জানি এটাই উপযুক্ত সময়। শারীরিকভাবে আমার আর কিছু দেওয়ার নেই।’ অবশ্য শুধুই বার্টিই নন, অসময়ে টেনিসকে বিদায় জানানো তারকার সংখ্যা নেহাত কম নয়—
স্টেফি গ্রাফ
৩০ বছর বয়সে চোটের সঙ্গে লড়াই করে টেনিসকে বিদায় জানান স্টেফি গ্রাফ। হঠাৎ তাঁর অবসরের ঘোষণা ধাক্কা দিয়েছিল টেনিস বিশ্বকে। অবসর নেওয়ার সময়েও দারুণ ছন্দে ছিলেন তিনি। র্যাঙ্কিংয়ের তিনে থাকা স্টেফি অবসরের কদিন আগে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। সামনে অপেক্ষায় ছিল আরও দারুণ কিছু। কিন্তু চোটের কাছে হার মেনে স্টেফি বিদায় জানান টেনিসকে।
বিয়ন বোর্গ
২৫ বছর বয়সেই সর্বকালের অন্যতম সেরা তারকাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছিলেন বিয়ন বোর্গ। তখনই তাঁর দখলে ছিল ১১টি গ্র্যান্ড স্লাম। অনেকের ধারণা ছিল, টেনিস ইতিহাসে বোর্গ হয়তো নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন। তবে ১৯৮১ সালে ইউএস ওপেন ফাইনালে হেরে বড় ধাক্কা খান তিনি। এর আগেও তিনবার যুক্তরাষ্ট্র ওপেনে ফাইনাল হেরেছেন তিনি। তবে সেবারের হার মানতেই পারেননি তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই ফ্ল্যাশিং মিডো ছেড়ে যান বোর্গ। এরপর ১৯৮৩ সালের জানুয়ারিতে টেনিসকেই বিদায় বলে দেন তিনি। এটা শুধু টেনিসের জন্যই নয়, ক্রীড়া দুনিয়ার জন্য ছিল বড় ধাক্কা। নব্বই দশকের শুরুতে একবার ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
জাস্টিন হেনিন
বার্টির বিদায়ের সঙ্গে মিল পাওয়া যাবে জাস্টিন হেনিনের বিদায়ের সঙ্গে। ২০০৮ সালের মে মাসে ২৫ বছর বয়সে র্যাঙ্কিং সেরা থাকার সময় বিদায় নেন হেনিন। যখন মনে হচ্ছিল, হেনিন আরও অনেক কিছু জিততে যাচ্ছেন তখনই এমন সিদ্ধান্ত জানান তিনি। কারও কারও মতে, হেনিন তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। তবে নিজেকে আরও ওপরে তোলার সুযোগ ছিল তাঁর। ২০১০ সালের দিকে অবশ্য ফিরে এসেছিলেন। কিন্তু পুরোনো ছন্দ ফিরে না পাওয়ায় সফল হতে পারেননি আর।
মার্টিনা হিঙ্গিস
চোটের সঙ্গে লড়াই করে মার্টিনা হিঙ্গিস প্রথম অবসর নেন ২২ বছর বয়সে। তবে তার আগেই হিঙ্গিস জিতে নেন ৫টি গ্র্যান্ড স্লাম। সময়ের অন্যতম সেরা এই তারকা ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অবসরের ঘোষণা দেন। এরপর অবশ্য ফিরে আসেন তিনি। তবে এককে আর কোনো শিরোপা জেতা হয়নি তাঁর।
অ্যান্ডি রডিক, কিম ক্লাইস্টার্স ও মারিওন বার্তোলির অবসরও কম চমকজাগানিয়া নয় টেনিস-বিশ্বের কাছে।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১২ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪