Ajker Patrika

মহম্মদপুরে সড়কে ধস, ঈদের আগে সংস্কারের দাবি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ২৮
Thumbnail image

মহম্মদপুর থেকে মাগুরা জেলা শহরে যাতায়াতের প্রধান সড়কটির কানা ব্রিজের দক্ষিণ পাশে ভেঙে গেছে। এতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন ও পথচারীরা। ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তাঁরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ সড়কে ছোটবড় যানবাহনের চাপ বাড়বে। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঈদের আগেই স্থানটি মেরামতের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির উপজেলা সদরের ধোয়াইল গ্রামের কানাব্রিজের দক্ষিণ পাশে ভাঙা। স্থানীয়রা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্ক সংকেত হিসেবে লাঠির মাথায় লাল কাপড় বেঁধে দিয়েছেন। তবু এড়ানো যাচ্ছেনা ছোটখাটো দুর্ঘটনা। বিভিন্ন সময়ে বাইসাইকেল ও অটোভ্যান ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছে। আবার রাতে হেঁটে চলার সময়ও অনেকে পথচারী দুর্ঘটনায় পড়েছেন।

স্থানীয় শিক্ষক মো. ওলিয়ার রহমান ও খবির হুসাইন বলেন, ‘বাড়ির সামনের এই রাস্তাটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আর যেহেতু এটি মূল সড়ক তাই দ্রুত মেরামতের প্রয়োজন। এ জন্য কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।’

মছিয়ার, মামুন, রিফাত, নাছিম ও সাজ্জাদ বলেন, ‘আগেই বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। ঈদ সামনে রেখে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা দ্রুত মেরামতের দাবি জানিয়েছি।’

মহম্মদপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম হোসাইন বলেন, ‘এটি জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন। এ বিষয়ে তাঁরা ভালো বলতে পারবেন।’

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আজ লোক পাঠানো হবে। দ্রুতই খোঁজ নিয়ে ভাঙা জায়গা সংস্কার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত