Ajker Patrika

আ.লীগের ৩ বিদ্রোহীর মনোনয়ন প্রত্যাহার

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৭
আ.লীগের ৩ বিদ্রোহীর মনোনয়ন প্রত্যাহার

বটিয়াঘাটা উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের পর তাঁরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিধান রায়ের প্রতি সমর্থনও জানিয়েছেন।

তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, সাবেক ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় ও প্রসেনজিৎ দত্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু, রাজকুমার রায়, গোবিন্দ মল্লিক, অনিন্দ্য বৈরাগী, প্রদীপ হীরা, রিপন রায়, পরাগ রায়, সবুজ রায় প্রমুখ।

এ ছাড়া আইনের জটিলতার কারণে জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীক নিয়ে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান এলাহির মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর উপজেলার জলমা ইউনিয়নের চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে গত ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময় চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এ ইউনিয়নে মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়, বর্তমান ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মোল্লা, হাতপাখা প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম ও মো. বিদার শিকদার।

অন্যদিকে ৭ ডিসেম্বর মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত