Ajker Patrika

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ০৭
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে দলীয় নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কুলিয়া বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইউপির যুবলীগ নেতা ও কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, মোসলেম উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা দেবহাটা উপজেলার ৫ ইউপিতে চেয়ারম্যান পদে টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হয়েছে এমন বক্তব্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আছাদুল হক। এমন মিথ্যা বক্তব্য উপস্থাপন করে আছাদুল হক দেশবাসীর কাছে দলের ভাবমূর্তি ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। যেটা সম্পূর্ণ সংগঠন বিরোধী। অবিলম্বে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারসহ তাঁকে গ্রেপ্তারের দাবি করেন দলীয় নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...