Ajker Patrika

মেধাবী অন্তরার পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ০৪
মেধাবী অন্তরার পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা উপজেলার অদম্য মেধাবী অন্তরা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাজুবাঘা ইউনিয়নের বড় ছয়ঘটি গ্রামের অন্তরা মাত্র দেড় বছর বয়সে বাবাকে হারিয়েছেন। অভাব ছিল নিত্যসঙ্গী। সেই অন্তরা এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে পরিবার ও এলাকায় তাক লাগিয়ে দেন। কিন্তু ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে অন্তরার ভর্তি ও পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তাঁর পাশে দাঁড়ালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘা আসনের সাংসদ শাহরিয়ার আলম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অন্তরার বাড়িতে গিয়ে তাঁর হাতে ভর্তির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির ২৫ হাজার টাকা দেন অন্তরার হাতে। এ সময় তাঁর পাশে ছিলেন মা রসুনারা বেওয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আব্দুল গনি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান প্রমুখ। এর আগে তাঁকে আর্থিক সহযোগিতা করেন জেলা জেলা প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা, র‍্যাব-৫ ও এক্সিম ব্যাংক।

অন্তরা ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিসহ পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত