Ajker Patrika

রিকশাচালককে পিটিয়ে চীনা নাগরিক কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯: ১৬
রিকশাচালককে পিটিয়ে চীনা নাগরিক কারাগারে

রাজধানীর উত্তরায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে রিকশাচালককে পেটানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া এক চীনা নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার ইউ হাও (৩৬) নামের ওই চীনা নাগরিককে কারাগারে পাঠানো হয়।

গত শুক্রবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে মিজানুর রহমান নামে এক রিকশাচালককে মারধর করেন তিন চীনা নাগরিক। স্থানীয়রা তখন ওই তিনজনকে আটক করে পিটুনি দেয়। তিনজনের মধ্যে জেকি (৪০) ও ওয়েই (৫৪) নামে দুজন পালিয়ে গেলেও ইউ হাওকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন মিজানুর। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউ হাওকে গতকাল ঢাকার সিএমএম আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্তকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ জানান, ভুক্তভোগী রিকশাচালক তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় এক চীনা নাগরিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত