Ajker Patrika

খানাখন্দে ভরা রাস্তায় দুর্ভোগ

জহিরুল আলম পিলু, কদমতলী (ঢাকা)
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৬: ০৪
খানাখন্দে ভরা রাস্তায় দুর্ভোগ

পিচঢালাই আর ইট-খোয়া উঠে গেছে। আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তার আধা কিলোমিটারের মধ্যে তিনটি ডাস্টবিন। সামান্য বৃষ্টিতেই ডাস্টবিনের ময়লা পানিসহ উপচে পড়ে। খানাখন্দে ভরা সড়কে চলাচলকারী লোকজন ও যানবাহন চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জুরাইন-দয়াগঞ্জ রাস্তাটির এই দশা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুরাইন রেলগেট থেকে দয়াগঞ্জ পর্যন্ত প্রায় দুই দশক আগে সড়ক ও জনপথকর্তৃক প্রশস্থ এই রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তাটির করুণ অবস্থার কারণে অনেক আগেই বন্ধ হয়ে গেছে বাসসহ ভারী যানচলাচল। প্রায় দেড় বছর আগে রাস্তাটির এক পাশে গেন্ডারিয়া ও ঘুণ্টিঘর এলাকার পয়োনিষ্কাশনের কাজ শুরু হয়। তবে সেটা এখনো শেষ হয়নি। গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে সংস্কারকাজ।

এই রাস্তায় চলাচলরত লেগুনার যাত্রী স্থানীয় বাসিন্দা জ্যোতি জানান, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় দ্রুত যাওয়ার জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন এ রাস্তায় সংস্কারকাজ হচ্ছে না। ফলে জীবনের ঝুঁকি নিয়েই আমাদের চলতে হচ্ছে।’

স্থানীয় কাঠ ব্যবসায়ী শরীফ জানান, ‘প্রায় ৬ মাস ধরে এখানে কাউকে কাজ করতে দেখি না। সংস্কারকাজ অসমাপ্ত, বড় গাড়ি ঢুকতে পারে না। আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে।’

সরেজমিনে দেখা যায়, রাস্তায় ঝুঁকি নিয়েই চলছে রিকশা, লেগুনা, পিকআপসহ নানা যানবাহন। রাস্তাটির মুন্সিবাড়ি সংলগ্ন এলাকায় আধা কিলোমিটারের মধ্যে যে তিনটি ডাস্টবিন রয়েছে, সেগুলোর একটি অকেজো হওয়ায় রাস্তার ওপর উন্মুক্তভাবেই ময়লা-আবর্জনা ফেলে রাখা হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশও।

রিকশাচালক হালিম বলেন, এমনিতেই রাস্তা ভাঙা। এর মধ্যে আবার বৃষ্টি হলে পানি জমে থাকে। মাঝেমধ্যেই চাকা গর্তে পড়ে যায়। গাড়ি মেরামত করতে করতেই দিন কাটছে।

এ বিষয়ে জানতে চাইলে ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু বলেন, ‘কাজটি দ্রুত শেষ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ প্রসঙ্গে ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা আজকের পত্রিকাকে জানান, খুব শিগগির আলোচনা করে কাজের বিষয়ে আপনাকে (প্রতিবেদককে) জানাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত