Ajker Patrika

ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৬
ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার আস্কর গ্রামে মুদি দোকানি যাদব সাহার ঝুলন্ত লাশ উদ্ধা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঋণের চাপে হতাশ হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন বলে দাবি তাঁর স্ত্রী উজ্জলা সাহার।

থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গতকাল ভোর রাতে আস্কর গ্রামের আস্কর নতুন কালিবাড়ি বাজারের মুদি দোকানি মৃত বৈকন্ঠ সাহার ছেলে তিন সন্তানের জনক যাদব সাহা (৬৫) বাড়ির পাশের একটি কদম গাছে গলায় ফাঁস দেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুদি দোকানি যাদব সাহার স্ত্রী উজ্জলা সাহা জানান, বিভিন্ন ঋণের কারণে অনেক দিন ধরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন যাদব। এ ছাড়া পারিবারিক বিভিন্ন অশান্তির কারণে যাদব মঙ্গলবার ভোর রাতে বাড়ির পাশের একটি কদম গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাদব সাহার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতলের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত