Ajker Patrika

১৩ ইউপিতে প্রচার তুঙ্গে

আবুল কাসেম, সাতক্ষীরা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ২৭
১৩ ইউপিতে প্রচার তুঙ্গে

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতক্ষীরায় সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন ঘিরে ১৩ ইউনিয়নের অলিগলি ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার-ব্যানারে। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর দিন থেকেই প্রার্থীদের পোস্টার শোভা পাচ্ছে জায়গায় জায়গায়।

যদিও আগে থেকেই উপজেলাজুড়ে ছিল প্রার্থীদের শুভেচ্ছা সংবলিত ব্যানার-পোস্টার। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর অনানুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় শোভা পাচ্ছে সদস্য প্রার্থীদের পোস্টারও।

নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় দলটির সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। একইভাবে জামায়াত সমর্থক নেতারাও হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তাই আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন জোরে-শোরে। রাস্তার পাশে, দেওয়ালে, অলিগলিতে কোথাও এতটুকু ফাঁকা নেই। সবখানেই দেখা যাচ্ছে চেয়ারম্যান, নারী সদস্য ও সাধারণ সদস্যদের ছবি সংবলিত পোস্টার। এ সব পোস্টার ও ব্যানারে প্রার্থীদের ছবি, স্লোগানের পাশাপাশি রয়েছে নির্বাচনী নানা প্রতিশ্রুতি।

সরেজমিন দেখা যায়, উপজেলার বাশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাড়ি, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও ফিংড়ী এলাকা নির্বাচনী পোস্টারে ভরে গেছে। এলাকার স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সামনে সারি সারি সাদা-কালো পোস্টার লাগানো হয়েছে। প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়কে ঢুকতেই এসব পোস্টার চোখে পড়ছে। তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ঝুলতে দেখা যায় সবচেয়ে বেশি। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা নিজেদের পোস্টার এলাকায় লাগাচ্ছেন। তবে চেয়ারম্যান পদে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী পোস্টারও দেখা যায়।

এদিকে, প্রতিদিন দুপুরের পর থেকে রাত পর্যন্ত এলাকায় চলছে উচ্চ শব্দে মাইকিং। পাড়ায়-পাড়ায় প্রার্থীদের মাইকের আওয়াজে বিরক্তি বাড়ছে সাধারণ মানুষদের মাঝে।

এদিকে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে তুলে ধরছেন পরিচয় ও প্রত্যয়। সব মিলিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে লেগেছে ভোটের হাওয়া। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার-প্রচারণা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, ২৬ অক্টোবর নির্ধারিত দিনে সাতক্ষীরায় ইউপি নির্বাচনে ২৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচনে ৭৩ জন চেয়ারম্যান প্রার্থীর দাখিলকৃত বৈধ মনোনয়নের মধ্যে আটজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এ ছাড়া সাধারণ সদস্য (পুরুষ) ৫১৩ জনের মধ্যে ২ জন এবং ১৬২ জন সংরক্ষিত নারী প্রার্থীর মধ্যে ১৫ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এর আগে ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩ জন, সাধারণ সদস্য পদে ৫১৩ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১৬২ জন মনোনয়নপত্র দাখিল করেন। দলগতভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১৩, জাতীয় পার্টি ৩, ইশা আন্দোলন ৩ ও স্বতন্ত্র ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

সাতক্ষীরা সদরের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম জানান, ১৩টি ইউনিয়নের মধ্যে কুশখালীতে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১৩ জন প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য ৪০ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান পদে সর্বনিম্ন তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন ঝাউডাঙ্গায়। এখানে সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...