Ajker Patrika

নিজেকে ভাঙছেন সাবিলা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ০৯: ৩৮
Thumbnail image

ঈদ শেষ। পরিবারকে সময় দিতে অভিনয় থেকে ছুটিতে আছেন সাবিলা। দেড় সপ্তাহের ছুটি শেষে ফিরবেন অভিনয়ে। অবশ্য ঈদের এক দিন আগে শুটিং করে বিরতি নিলেও ঈদের দুই দিন পরেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল অল্প সময়ের জন্য। এখন সময়টা শুধু পরিবারের জন্য। সাবিলা বলেন, ‘ঈদের আগে টানা ব্যস্ততা ছিল। এখন পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে ছুটি নিলাম। দেড় সপ্তাহ ছুটিতে থাকব।’

ঈদে সাবিলার ১৬টির বেশি নাটক প্রচার হয়েছে। সাবিলা বলেন, ‘রোমান্টিক, কমেডি, রম-কম, থ্রিলার—সব ধরনের চরিত্রে কাজ করেছি। সিরিয়াস নাটকের যেমন দর্শক আছে, তেমনি হালকা মেজাজের নাটকেরও অনেক দর্শক। প্রতিটা জনরাতেই কাজ করার চেষ্টা ছিল। প্রতিটি চরিত্রের জন্য নিজেকে ভাঙার চেষ্টা করেছি। সব ধরনের চরিত্রের জন্য নিজেকে তৈরির চেষ্টা করছি। দর্শকও  সোশ্যাল মিডিয়ায় প্রশংসা জানাচ্ছেন। এটাই তো সার্থকতা, কষ্ট করে কাজ করলে তার ফিডব্যাক পাওয়া যায়।’

শিহাব শাহীনের ‘অঘটন’ নাটকটি কমেডি, কাজল আরেফিন অমির ‘দ্য কিডন্যাপার’ নাটকটিতে অ্যাকশন থ্রিলার। সাবিলা বলেন, ‘শিহাব শাহিনের “অঘটন” নাটকের শুটিংয়ে নিজেরাই এত হেসেছি! অনেক মজা হয়েছে। “দ্য কিডন্যাপার” নাটকটির শুটিং করেছি গভীর জঙ্গলে। “এক জনমে ভালোবেসে” কাজটিতে রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি সবই আছে। দর্শক কাজটিতে আমাকে নতুন লুকে পেয়েছে। সিরিয়াস ড্রামা “নিঃশব্দের আলো”। “বিভোর” হচ্ছে সম্পূর্ণ সাইকোলজিক্যাল থ্রিলার গল্প। “মাছে ভাতে বাঙালি” হরর গল্প। ব্যক্তিগতভাবে আমি হরর আর থ্রিলার গল্প খুব পছন্দ করি। পরিচালকদের ধন্যবাদ দিতে চাই তাঁরা সব ঘরানার কাজেই আমাকে পছন্দ করেছেন।’

নানা ধরনের চরিত্র বলেই নানাভাবে প্রস্তুতি নিতে হয়েছে সাবিলাকে। উদাহরণ দিয়ে তিনি বললেন, ‘প্রতিটি চরিত্রের জন্যই নিজেকে মানসিকভাবে তৈরি করার একটা ব্যাপার তো থাকেই। তার ওপর “এক জনমে ভালোবেসে” কাজটি করতে গিয়ে মেকআপে বেশ এক্সপেরিমেন্ট করতে হয়েছে। “চল” নাটকটিতে ড্রাগ অ্যাডিক্টের চরিত্রে অভিনয় করেছি। এর জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়েছে ব্যাপক।’

সাবিলা অভিনীত ঈদের কাজগুলোর মধ্যে রয়েছে মহিদুল মহিমের ‘প্রিয়জন’, শিহাব শাহীনের ‘রুনু ভাই ২’, ‘নিঃশব্দের আলো’, নুরুল আলম আতিকের ‘মাছে ভাতে বাঙালি’, আশরাফুজ্জামানের ‘আমি রোকেয়া বলছি’, তারেক রহমানের ‘কনফিউশন’ ইত্যাদি। বেশির ভাগ নাটকে অপূর্ব, আফরান নিশোর বিপরীতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এ ছাড়া মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, খায়রুল বাসারের সঙ্গেও দেখা গেছে। ‘মাছে ভাতে বাঙালি’ নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন আসাদুজ্জামান নূরের সঙ্গে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত