Ajker Patrika

করোনায় বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ মে ২০২১, ১৫: ৫২
করোনায় বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ঢাকা: বায়ুদূষণের তালিকায় ঘুরেফিরেই শীর্ষস্থানে উঠে আসে রাজধানী ঢাকা। বিশ্বের অন্যতম বায়ুদূষণের শহর এটি। বায়ুদূষণের কারণে ফুসফুসের দীর্ঘমেয়াদি ক্ষতিসহ আরও নানান ধরণের সমস্যা দেখা দিতে পারে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, করোনায় বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক গবেষণাতেও এমনটি উঠে এসেছে। গত বছর ‘কার্ডিওভাস্কুলার রিসার্চ’ নামক সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ বাড়াতে পারে বায়ুদূষণ।

বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বায়ুদূষণের মধ্যে দীর্ঘদিন থাকা ব্যক্তি করোনায় আক্রান্ত হলে সে দ্রুত দুর্বল হয়ে পড়ে। এদেরকে দ্রুত অক্সিজেন দিতে হয়। এদের করোনায় মৃত্যুর হার বেশি।

করোনা ইউনিটে দায়িত্ব পালন করা চিকিৎসকরা আজকের পত্রিকাকে জানিয়েছেন, যেসব রোগী দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে ভুগছেন তাঁরাই করোনায় বেশি মারা যাচ্ছেন।

বায়ুদূষণ ও বক্ষব্যাধি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন অধ্যাপক ডা.মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় দূষিত বাতাসে নিঃশ্বাস গ্রহণকারী ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তাঁর মৃত্যুর ঝুঁকি বাড়ে। ফুসফুস ও হৃদযন্ত্রে যে সমস্যা সৃষ্টি হয় বায়ুদূষণ তা আরও জটিল ও তীব্র করে তোলে।

ডা.মোহাম্মদ আজিজুর রহমান আরও বলেন, ‘বায়ুদূষণের কারণে ফুসফুস দুর্বল থাকে। এমন মানুষের দেহে সহজেই করেনাভাইরাস সংক্রমিত হয়।

শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ‘বায়ু দূষণ স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এর ফলে শ্বাসকষ্ট, ক্রনিক অ্যাজমা, স্নায়ুতন্ত্রের রোগ, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, মস্তিষ্ক, কিডনি, লিভার এবং অন্যান্য অঙ্গের ব্যাপক ক্ষতি হয়। এমন রোগীদের করোনায় মৃত্যুও বেশি দেখছি আমরা।'

করোনায় শহরে মৃত্যু বেশি, গ্রামে কম। এর বড় কারণও বায়ুদূষণ– বলছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ড. মু. সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘নানা কারণে গ্রামের চেয়ে শহরে বায়ুদূষণ বেশি। ঢাকার রাস্তায় বায়ুদূষণ, ঘরে আলো–বাতাসহীন আবদ্ধ পরিবেশ। গ্রামের মানুষ কায়িক পরিশ্রম করে, শহরে সুযোগ নেই। তাই রাজধানীতে রোগ–বালাইও বেশি। এখানকার ৫০'এর বেশি বয়সীরা কম–বেশি অ্যাজমা, ফুসফুসসহ নানা রোগে আক্রান্ত।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)’র গবেষণা বলছে, প্রতি তিন দিনে এক দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় থাকে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই–এর তথ্য মতে, ঢাকাতে সারাবছর স্বাভাবিকভাবেই বায়ুমান থাকে ২০০'এর ওপর। যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ হিসেবে ধরা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন–বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার দূষিত বায়ু নিয়ে দীর্ঘদিন পরিবেশবাদী সংগঠনগুলো সতর্কবার্তা দিলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। এখন চিকিৎসকদের কথায়ও স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ মিললো। আজ করোনা এসেছে কাল অন্য কোন মহামারি এলে মৃত্যুর মিছিল থামানো যাবেনা। মানুষের সুস্থ দেহের জন্য নির্মল বায়ু সবার আগে দরকার।

ড. কামরুজ্জামান মজুমদার আক্ষেপ করে প্রশ্ন তোলেন, আর কত মৃত্যুর মিছিল দেখলে এই শহরের পরিবেশ নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করবে সরকার?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত