নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বায়ুদূষণের তালিকায় ঘুরেফিরেই শীর্ষস্থানে উঠে আসে রাজধানী ঢাকা। বিশ্বের অন্যতম বায়ুদূষণের শহর এটি। বায়ুদূষণের কারণে ফুসফুসের দীর্ঘমেয়াদি ক্ষতিসহ আরও নানান ধরণের সমস্যা দেখা দিতে পারে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, করোনায় বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক গবেষণাতেও এমনটি উঠে এসেছে। গত বছর ‘কার্ডিওভাস্কুলার রিসার্চ’ নামক সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ বাড়াতে পারে বায়ুদূষণ।
বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বায়ুদূষণের মধ্যে দীর্ঘদিন থাকা ব্যক্তি করোনায় আক্রান্ত হলে সে দ্রুত দুর্বল হয়ে পড়ে। এদেরকে দ্রুত অক্সিজেন দিতে হয়। এদের করোনায় মৃত্যুর হার বেশি।
করোনা ইউনিটে দায়িত্ব পালন করা চিকিৎসকরা আজকের পত্রিকাকে জানিয়েছেন, যেসব রোগী দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে ভুগছেন তাঁরাই করোনায় বেশি মারা যাচ্ছেন।
বায়ুদূষণ ও বক্ষব্যাধি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন অধ্যাপক ডা.মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় দূষিত বাতাসে নিঃশ্বাস গ্রহণকারী ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তাঁর মৃত্যুর ঝুঁকি বাড়ে। ফুসফুস ও হৃদযন্ত্রে যে সমস্যা সৃষ্টি হয় বায়ুদূষণ তা আরও জটিল ও তীব্র করে তোলে।
ডা.মোহাম্মদ আজিজুর রহমান আরও বলেন, ‘বায়ুদূষণের কারণে ফুসফুস দুর্বল থাকে। এমন মানুষের দেহে সহজেই করেনাভাইরাস সংক্রমিত হয়।
শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ‘বায়ু দূষণ স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এর ফলে শ্বাসকষ্ট, ক্রনিক অ্যাজমা, স্নায়ুতন্ত্রের রোগ, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, মস্তিষ্ক, কিডনি, লিভার এবং অন্যান্য অঙ্গের ব্যাপক ক্ষতি হয়। এমন রোগীদের করোনায় মৃত্যুও বেশি দেখছি আমরা।'
করোনায় শহরে মৃত্যু বেশি, গ্রামে কম। এর বড় কারণও বায়ুদূষণ– বলছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ড. মু. সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘নানা কারণে গ্রামের চেয়ে শহরে বায়ুদূষণ বেশি। ঢাকার রাস্তায় বায়ুদূষণ, ঘরে আলো–বাতাসহীন আবদ্ধ পরিবেশ। গ্রামের মানুষ কায়িক পরিশ্রম করে, শহরে সুযোগ নেই। তাই রাজধানীতে রোগ–বালাইও বেশি। এখানকার ৫০'এর বেশি বয়সীরা কম–বেশি অ্যাজমা, ফুসফুসসহ নানা রোগে আক্রান্ত।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)’র গবেষণা বলছে, প্রতি তিন দিনে এক দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় থাকে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই–এর তথ্য মতে, ঢাকাতে সারাবছর স্বাভাবিকভাবেই বায়ুমান থাকে ২০০'এর ওপর। যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ হিসেবে ধরা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন–বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার দূষিত বায়ু নিয়ে দীর্ঘদিন পরিবেশবাদী সংগঠনগুলো সতর্কবার্তা দিলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। এখন চিকিৎসকদের কথায়ও স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ মিললো। আজ করোনা এসেছে কাল অন্য কোন মহামারি এলে মৃত্যুর মিছিল থামানো যাবেনা। মানুষের সুস্থ দেহের জন্য নির্মল বায়ু সবার আগে দরকার।
ড. কামরুজ্জামান মজুমদার আক্ষেপ করে প্রশ্ন তোলেন, আর কত মৃত্যুর মিছিল দেখলে এই শহরের পরিবেশ নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করবে সরকার?
ঢাকা: বায়ুদূষণের তালিকায় ঘুরেফিরেই শীর্ষস্থানে উঠে আসে রাজধানী ঢাকা। বিশ্বের অন্যতম বায়ুদূষণের শহর এটি। বায়ুদূষণের কারণে ফুসফুসের দীর্ঘমেয়াদি ক্ষতিসহ আরও নানান ধরণের সমস্যা দেখা দিতে পারে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, করোনায় বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক গবেষণাতেও এমনটি উঠে এসেছে। গত বছর ‘কার্ডিওভাস্কুলার রিসার্চ’ নামক সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ বাড়াতে পারে বায়ুদূষণ।
বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বায়ুদূষণের মধ্যে দীর্ঘদিন থাকা ব্যক্তি করোনায় আক্রান্ত হলে সে দ্রুত দুর্বল হয়ে পড়ে। এদেরকে দ্রুত অক্সিজেন দিতে হয়। এদের করোনায় মৃত্যুর হার বেশি।
করোনা ইউনিটে দায়িত্ব পালন করা চিকিৎসকরা আজকের পত্রিকাকে জানিয়েছেন, যেসব রোগী দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে ভুগছেন তাঁরাই করোনায় বেশি মারা যাচ্ছেন।
বায়ুদূষণ ও বক্ষব্যাধি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন অধ্যাপক ডা.মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় দূষিত বাতাসে নিঃশ্বাস গ্রহণকারী ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তাঁর মৃত্যুর ঝুঁকি বাড়ে। ফুসফুস ও হৃদযন্ত্রে যে সমস্যা সৃষ্টি হয় বায়ুদূষণ তা আরও জটিল ও তীব্র করে তোলে।
ডা.মোহাম্মদ আজিজুর রহমান আরও বলেন, ‘বায়ুদূষণের কারণে ফুসফুস দুর্বল থাকে। এমন মানুষের দেহে সহজেই করেনাভাইরাস সংক্রমিত হয়।
শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ‘বায়ু দূষণ স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এর ফলে শ্বাসকষ্ট, ক্রনিক অ্যাজমা, স্নায়ুতন্ত্রের রোগ, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, মস্তিষ্ক, কিডনি, লিভার এবং অন্যান্য অঙ্গের ব্যাপক ক্ষতি হয়। এমন রোগীদের করোনায় মৃত্যুও বেশি দেখছি আমরা।'
করোনায় শহরে মৃত্যু বেশি, গ্রামে কম। এর বড় কারণও বায়ুদূষণ– বলছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ড. মু. সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘নানা কারণে গ্রামের চেয়ে শহরে বায়ুদূষণ বেশি। ঢাকার রাস্তায় বায়ুদূষণ, ঘরে আলো–বাতাসহীন আবদ্ধ পরিবেশ। গ্রামের মানুষ কায়িক পরিশ্রম করে, শহরে সুযোগ নেই। তাই রাজধানীতে রোগ–বালাইও বেশি। এখানকার ৫০'এর বেশি বয়সীরা কম–বেশি অ্যাজমা, ফুসফুসসহ নানা রোগে আক্রান্ত।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)’র গবেষণা বলছে, প্রতি তিন দিনে এক দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় থাকে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই–এর তথ্য মতে, ঢাকাতে সারাবছর স্বাভাবিকভাবেই বায়ুমান থাকে ২০০'এর ওপর। যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ হিসেবে ধরা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন–বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার দূষিত বায়ু নিয়ে দীর্ঘদিন পরিবেশবাদী সংগঠনগুলো সতর্কবার্তা দিলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। এখন চিকিৎসকদের কথায়ও স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ মিললো। আজ করোনা এসেছে কাল অন্য কোন মহামারি এলে মৃত্যুর মিছিল থামানো যাবেনা। মানুষের সুস্থ দেহের জন্য নির্মল বায়ু সবার আগে দরকার।
ড. কামরুজ্জামান মজুমদার আক্ষেপ করে প্রশ্ন তোলেন, আর কত মৃত্যুর মিছিল দেখলে এই শহরের পরিবেশ নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করবে সরকার?
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) হিসেবে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের বার্নিহাট। এই শহরের বাসিন্দা দুই বছর বয়সী সুমাইয়া আনসারি বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগেছিল। গত মার্চে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অক্সিজেন দিতে হয়। দুই দিন তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।
১৩ ঘণ্টা আগেআজ ঢাকার বাতাসে কিছুটা উন্নতি হয়েছে। গতকালের তুলনায় রাজধানী শহরের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্রকণার পরিমাণ সামান্য কম রেকর্ড করা হয়েছে। আজ সোমবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১২৯, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য...
১৫ ঘণ্টা আগেঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ ২০টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা থাকতে পারে। এসব জেলায় সকাল সকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৬ ঘণ্টা আগে