Ajker Patrika

দেশে নদী আইন আছে, বাস্তবায়ন নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৩
Thumbnail image

বিশ্বের সবচেয়ে বেশি নদী আইন আছে বাংলাদেশে। নদী রক্ষায় এ পর্যন্ত ৩১টি আইন করা হয়েছে, তবে এর বাস্তবায়ন নেই। বলা যায়, 'কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই' এমন অবস্থা। নদী বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আজ শনিবার বিশ্ব নদী দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত এক সেমিনারে নদী গবেষকেরা এসব কথা বলেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দখল, দূষণ আর বালু তোলার কারণে নদীমাতৃক বাংলাদেশের উপাধি হারাতে বসেছে। প্রতিবছর বাড়ছে মৃত নদীর সংখ্যা। এ দেশের নদী না বাঁচলে কৃষি বাঁচবে না। কৃষি না বাঁচলে খাদ্য নিরাপত্তা অনিশ্চয়তায় পড়বে। এখনো বাংলাদেশে সড়কপথের চেয়ে নদীপথের দৈর্ঘ্য বেশি। সুস্থ জীবন, ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতির গুরুত্ব বিচারে নদীপথের প্রবাহ ঠিক রাখা জরুরি।

বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত একের পর এক নদী রক্ষার পক্ষে রায় দিচ্ছেন। দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারেও নদী রক্ষার অঙ্গীকার থাকছে। তার পরও নদী দখল থামছে না। নদী থেকে বালু ওঠালে কাঁচা টাকা পাওয়া যাওয়ায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরা এ কাজে জড়িত। তাই নদীকে বাঁচাতে হলে জ্ঞানভিত্তিক নদী আন্দোলন করতে হবে। জীবন ও জীবিকার স্বার্থে দক্ষিণ এশিয়ার অন্যান্য নদীসমৃদ্ধ দেশের সঙ্গে যোগাযোগ ও কৌশলগত সম্পর্ক বাড়াতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে প্রতিবছর ২৬ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পালন করে বাংলাদেশ। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'মানুষের জন্য নদী'।

অনলাইন আলোচনাসভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, নদী গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্তরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত