আজকের পত্রিকা ডেস্ক
পৃথিবীর ইতিহাসে উষ্ণতম মাস ছিল গত জুলাই। যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভূপৃষ্ঠ ও সমুদ্র মিলিয়ে বিংশ শতাব্দীর গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত জুলাইয়ে তা শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে।
গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তাপমাত্রার হিসাব রাখা শুরু হয় ১৪২ বছর আগে। সেখান থেকে এ পর্যন্ত মাসিক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গত মাসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমোসফরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এ হিসাব জানিয়েছে।
এর আগে ২০১৬ সালের জুলাই মাস ইতিহাসে সর্বোচ্চ উষ্ণ মাসের রেকর্ড গড়েছিল। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২০ সালেও একই তাপমাত্রা রেকর্ড হয়, তবে এ বছরের জুলাই সেটিকেও ছাড়িয়ে গেল।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি প্রভাবের কারণেই এমনটি হচ্ছে। এনওএএ এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাইয়ের এ ধরনের উষ্ণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এনওএএ-র প্রশাসক রিক স্পিনরাড এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে প্রথম হওয়া মানে সবচেয়ে খারাপ ঘটনাই ঘটেছে। নতুন এ রেকর্ড বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরক্তিকর ও বিঘ্ন সৃষ্টিকারী পথ তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ভূ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ছিল ২০১৬ সালের রেকর্ডের চেয়ে ০.০১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ সময় উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা অভূতপূর্ব গতিতে গড়ের চেয়ে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ২০১২ সালের রেকর্ড ভেঙে দিয়েছে।
পৃথিবীর ইতিহাসে উষ্ণতম মাস ছিল গত জুলাই। যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভূপৃষ্ঠ ও সমুদ্র মিলিয়ে বিংশ শতাব্দীর গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত জুলাইয়ে তা শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে।
গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তাপমাত্রার হিসাব রাখা শুরু হয় ১৪২ বছর আগে। সেখান থেকে এ পর্যন্ত মাসিক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গত মাসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমোসফরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এ হিসাব জানিয়েছে।
এর আগে ২০১৬ সালের জুলাই মাস ইতিহাসে সর্বোচ্চ উষ্ণ মাসের রেকর্ড গড়েছিল। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২০ সালেও একই তাপমাত্রা রেকর্ড হয়, তবে এ বছরের জুলাই সেটিকেও ছাড়িয়ে গেল।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি প্রভাবের কারণেই এমনটি হচ্ছে। এনওএএ এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাইয়ের এ ধরনের উষ্ণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এনওএএ-র প্রশাসক রিক স্পিনরাড এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে প্রথম হওয়া মানে সবচেয়ে খারাপ ঘটনাই ঘটেছে। নতুন এ রেকর্ড বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরক্তিকর ও বিঘ্ন সৃষ্টিকারী পথ তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ভূ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ছিল ২০১৬ সালের রেকর্ডের চেয়ে ০.০১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ সময় উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা অভূতপূর্ব গতিতে গড়ের চেয়ে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ২০১২ সালের রেকর্ড ভেঙে দিয়েছে।
গত কয়েক দিনে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার প্রভাব ছিল বেশি। সঙ্গে উত্তরের কয়েকটি জেলায় ছিল মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এ ছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে তুলনামূলক তাপমাত্রা ছিল একটু বেশি। তবে আজ থেকে দুদিন সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
২ ঘণ্টা আগেঢাকার বাতাসে আজ ভয়ানক দূষণ। সকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ দেশের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়, বায়ুমান ২৯০। যেখানে বায়ুমান ৩০০ ছাড়ালে সবার জন্য ‘দুর্যোগপূর্ণ’ পরিবেশ ধরা হয়, সেখানে সামান্য পরিমাণের তারতম্য। অন্যদিকে অস্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকার পরই অবস্থান নেপালের কাঠমাণ্ডু...
৩ ঘণ্টা আগেশুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২১ ঘণ্টা আগেহাওর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, আঃ ওয়াহাব, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. এমদাদুল হকসহ প্রমুখ।
১ দিন আগে