Ajker Patrika

চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৮: ২৭
ফাইল ছবি
ফাইল ছবি

দেশে আজ আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে চারটি। শুধু তা-ই নয়, এপ্রিল মাসেই সাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে সর্বোচ্চ তিনটি তীব্র কালবৈশাখীর আভাস।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৭ মার্চ অনুষ্ঠিত আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এসব তথ্য জানানো হয়।

মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হবে। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে বেশি। এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মূলত তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

সেই হিসাবে মাসিক তাপপ্রবাহের সম্ভাবনায় বলা হয়েছে, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে দেশে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এপ্রিলের ১৩ তারিখে শেষ হয়ে যাচ্ছে চৈত্র মাস। মার্চের প্রায় অর্ধেক মাস বৈশাখ। এ মাসে সর্বোচ্চ তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কার পূর্বাভাস রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত