Ajker Patrika

জলবায়ু পরিবর্তন: ঝুঁকিতে দেশের ২ কোটি শিশু

বিশেষ প্রতিনিধি, ঢাকা
জলবায়ু পরিবর্তন: ঝুঁকিতে দেশের ২ কোটি শিশু

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের শিশুদের সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে। দেশের তিন শিশুর মধ্যে একটিই (প্রায় ২ কোটি) চরম আবহাওয়া, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে অন্যান্য অভিঘাতের শিকার। এদের মধ্যে অনেক শিশু শহরের বস্তিতে চলে যায়, তাদের স্বাস্থ্য ও শিক্ষার সম্ভাবনা নষ্ট হয়। ফলে তাদের ভাগ্য শোষণমূলক শিশুশ্রম, বাল্যবিবাহ এবং পাচারের মধ্যে আবর্তিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার লেকশোর হোটেলে ব্রেকিং দ্য সাইলেন্স  (বিটিএস)- এর সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ‘জেনারেশন হোপ’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জেনারেশন হোপ’ শিশু ও তরুণদের নেতৃত্বাধীন একটি প্রচারাভিযান যা আগামী  ৫ বছরের জন্য দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ প্রতিনিধি ড. ইয়েন ফ্রাই বলেন, ‘গত বছর আমি বাংলাদেশে এসে শিশু ও যুবাদের অনেক গল্প এবং বক্তব্য শুনেছিলাম। আমাদের অবশ্যই শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে, আমাদের অবশ্যই তাদের অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সহিংসতা ও দারিদ্র্য থেকে সুরক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের তাদের কথা শুনতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ১২ বছরের শিশু আফসান মাহমুদ সৈকত বলে, ‘জলবায়ু সমস্যা সমাধানে আমাদের নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে। আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক জলবায়ু পরিকল্পনাগুলি সঠিকভাবে প্রণয়ন দিকে নজর দেওয়া দরকার। আমরা চাই প্রাপ্তবয়স্করা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. শামীম জাহান, সম্পাদক-দৈনিক ইত্তেফাক সম্পাদক ও চেয়ারপারসন ব্রেকিং দ্য সাইলেন্স তাসমিমা হোসেন।

সেভ দ্য চিলড্রেন জানায়, বিশ্বের প্রায় সাড়ে ৭৭ কোটি শিশু দারিদ্র্য এবং উচ্চ জলবায়ু ঝুঁকির দ্বৈত প্রভাবের মধ্যে বসবাস করছে। এই সংখ্যা বিশ্বের মোট শিশুর এক-তৃতীয়াংশ।

শিশুরা জলবায়ু এবং পরিবেশগত প্রভাবের দিকে কতটা ঝুঁকিতে আছে সেটি নির্ধারণের সূচক হলো ইউনিসেফের চিলড্রেনস ক্লাইমেট রিস্ক ইনডেক্স। এই সূচকে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫ তম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত