Ajker Patrika

জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল এশিয়া: ডব্লিউএমও

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫: ৪৮
জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল এশিয়া: ডব্লিউএমও

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি দুর্যোগের কবলে পড়া মহাদেশ হলো এশিয়া। গত বছর মহাদেশটিতে বন্যা ও ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএমও জানিয়েছে, ২০২৩ সালে এশিয়ায় ৭৯টি দুর্যোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮০ শতাংশেরও বেশি দুর্যোগ ছিল বন্যা এবং ঝড়ের সঙ্গে সম্পর্কিত। এতে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্ত সাউলো বলেন, ‘খরা ও তাপপ্রবাহ থেকে শুরু করে বন্যা ও ঝড়ের মতো চরম আবহাওয়ার পাশাপাশি ২০২৩ সালে এই অঞ্চলের অনেক দেশেই উষ্ণতম বছর দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে এবং এর তীব্রতা বাড়ছে।’

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, এশিয়ার উষ্ণতা বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত বাড়ছে। গত বছর পশ্চিম সাইবেরিয়া থেকে মধ্য এশিয়া এবং পূর্ব চীন থেকে জাপান পর্যন্ত উচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ার উচ্চ পর্বত অঞ্চলের বেশির ভাগ হিমবাহ রেকর্ড ভাঙা উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক অবস্থার কারণে উল্লেখযোগ্য ভর হারিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত