নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জলবায়ুর পরিবর্তন উপকূলীয় মানুষের মানসিক অসুস্থতা সৃষ্টি করছে। যা প্রতিরোধে বা সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নিতে না পারলে অদূর ভবিষ্যতে জাতিগতভাবে নৃতাত্ত্বিক পরিবর্তনের বিষয়টিও ঘটতে পারে।
আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মানসিক স্বাস্থ্য সমস্যাবিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মানসিক স্বাস্থ্যের ওপর জলবায়ুর প্রভাব শীর্ষক গবেষণায় গুরুতর দুশ্চিন্তা, বিষণ্নতা, মানসিক চাপ, মানসিক বৈকল্য এবং ঘুম না হওয়ার মতো জটিল স্বাস্থ্য সমস্যা উঠে এসেছে। সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি ৩ ইআর), ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ হেলথ ওয়াচ এবং সিভিল সোসাইটি প্ল্যাটফর্মের যৌথ গবেষণায় প্রতিবেদন প্রস্তুত করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, জরিপকৃতদের মধ্যে উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন ২৫ দশমিক ৭ শতাংশ, বিষণ্নতায় ভুগছেন ২২ দশমিক ৪৮ শতাংশ, মানসিক চাপে আছেন ৪৯ দশমিক ৪২ শতাংশ, দুর্ঘটনা-পরবর্তী মানসিক বৈকল্য দেখা দিয়েছে ২০ দশমিক ০৩ শতাংশ এবং ভালো ঘুম হয় না ৪৩ দশমিক ৯৫ শতাংশ মানুষের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, ‘জলবায়ু পরিবর্তন মানুষের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। এটা ভালো যে, এই প্রতিবেদন তৈরি করতে একটি ভালো স্টাডি করা হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যের আরও প্রভাব জানতে এখন আমাদের জরিপ চালানো পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের (এনআইএমএইচ) সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যের একটি সমন্বয়মূলক প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের ব্যক্তিত্বের নানান সমস্যা দেখা যায়। গবেষণা পরিচালনা করার সময় গবেষকদের বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত।
সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডা. ড্যানিয়েল নোভাক বলেন, জলবায়ু পরিবর্তন বিপজ্জনক। সুইডেনে মানুষ জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ প্রভাব জেনে তাদের বাচ্চাদের হত্যা করেছে এমন উদাহরণ আছে।
গবেষণা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীরা কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তাও গবেষণায় উঠে এসেছে। তুলে ধরা হয়েছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপ্রতুলতা, সেবাদানকারীদের পেশাদারির ঘাটতি, সীমিত অর্থসামাজিক সহায়তা, ওষুধের ঘাটতি, ডায়াগনস্টিক সেন্টারের অপ্রতুলতা এবং নাগালের বাইরে বেসরকারি স্বাস্থ্যসেবা পরিষেবা। শ্যামনগরের মানুষজন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জীবনযাত্রায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানানো হয়েছে।
জলবায়ুর পরিবর্তন উপকূলীয় মানুষের মানসিক অসুস্থতা সৃষ্টি করছে। যা প্রতিরোধে বা সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নিতে না পারলে অদূর ভবিষ্যতে জাতিগতভাবে নৃতাত্ত্বিক পরিবর্তনের বিষয়টিও ঘটতে পারে।
আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মানসিক স্বাস্থ্য সমস্যাবিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মানসিক স্বাস্থ্যের ওপর জলবায়ুর প্রভাব শীর্ষক গবেষণায় গুরুতর দুশ্চিন্তা, বিষণ্নতা, মানসিক চাপ, মানসিক বৈকল্য এবং ঘুম না হওয়ার মতো জটিল স্বাস্থ্য সমস্যা উঠে এসেছে। সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি ৩ ইআর), ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ হেলথ ওয়াচ এবং সিভিল সোসাইটি প্ল্যাটফর্মের যৌথ গবেষণায় প্রতিবেদন প্রস্তুত করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, জরিপকৃতদের মধ্যে উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন ২৫ দশমিক ৭ শতাংশ, বিষণ্নতায় ভুগছেন ২২ দশমিক ৪৮ শতাংশ, মানসিক চাপে আছেন ৪৯ দশমিক ৪২ শতাংশ, দুর্ঘটনা-পরবর্তী মানসিক বৈকল্য দেখা দিয়েছে ২০ দশমিক ০৩ শতাংশ এবং ভালো ঘুম হয় না ৪৩ দশমিক ৯৫ শতাংশ মানুষের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, ‘জলবায়ু পরিবর্তন মানুষের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। এটা ভালো যে, এই প্রতিবেদন তৈরি করতে একটি ভালো স্টাডি করা হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যের আরও প্রভাব জানতে এখন আমাদের জরিপ চালানো পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের (এনআইএমএইচ) সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যের একটি সমন্বয়মূলক প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের ব্যক্তিত্বের নানান সমস্যা দেখা যায়। গবেষণা পরিচালনা করার সময় গবেষকদের বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত।
সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডা. ড্যানিয়েল নোভাক বলেন, জলবায়ু পরিবর্তন বিপজ্জনক। সুইডেনে মানুষ জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ প্রভাব জেনে তাদের বাচ্চাদের হত্যা করেছে এমন উদাহরণ আছে।
গবেষণা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীরা কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তাও গবেষণায় উঠে এসেছে। তুলে ধরা হয়েছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপ্রতুলতা, সেবাদানকারীদের পেশাদারির ঘাটতি, সীমিত অর্থসামাজিক সহায়তা, ওষুধের ঘাটতি, ডায়াগনস্টিক সেন্টারের অপ্রতুলতা এবং নাগালের বাইরে বেসরকারি স্বাস্থ্যসেবা পরিষেবা। শ্যামনগরের মানুষজন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জীবনযাত্রায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানানো হয়েছে।
দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা গতকালই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজও তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চলমান তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।
২ ঘণ্টা আগেঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। সকালের রেকর্ড অনুযায়ী বায়ুমান সূচকে অবস্থান এগিয়ে শীর্ষ পাঁচে এসেছে। এই শহরের আজকের বায়ুমান ১৭৯, যেখানে ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায় ধরা হয়। অন্যদিকে আজ ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে কম্বোডিয়ার নমপেন শহর, বায়ুমান ২১৫...
৫ ঘণ্টা আগেমাঘের মাঝামাঝি এসে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও এমন আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের
১ দিন আগে