Ajker Patrika

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: নাম দিয়েছে বাংলাদেশ, আঘাত হানতে পারে পাকিস্তানে

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫: ৪০
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: নাম দিয়েছে বাংলাদেশ, আঘাত হানতে পারে পাকিস্তানে

আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। এটি ভারতীয় উপকূলের কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান বা ওমানে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘূর্ণিঝড়টি শুক্রবার সকালে গোয়া থেকে ৮৪০ কিলোমিটার; মুম্বাই থেকে ৮৭০ কিলোমিটার; পোরবন্দর থেকে ৮৯০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি থেকে ১১৭০ কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘বিপর্যয়’ আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে। এটি পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর অবস্থান করছে।

পরবর্তী ৩৬ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে আগামী দুই দিন উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে ঝড়। ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনো নির্দিষ্ট না হলেও ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা পিটিআই বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্রে বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। সমুদ্রে যেতে পোরবন্দরের জেলেদের নিষেধ করার পাশাপাশি গভীর সমুদ্র থেকে তাঁদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

বিপর্যয় আরব সাগরে ঘণীভূত হওয়া প্রথম ঝড়। উত্তর ভারত মহাসাগরের ২০২৩ সালের ঘূর্ণিঝড় মৌসুমে দ্বিতীয় ঝড় এটি। এর আগে মে মাসে বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে।

আঘাত হানবে কোথায়? 
বিপর্যয় পাকিস্তানের করাচি উপকূলে বা ওমানে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর ফলে মুম্বাইসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ভারতের এই অঞ্চল মৌসুমি বৃষ্টির ওপর ব্যাপক নির্ভরশীল। এই পানি সংরক্ষণ করে ব্যবহা করা হয়।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ ড. এস সরফরাজ দ্য ডনকে বলেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং ঝড়ের কেন্দ্রে ২৫-২৮ ফুট উচ্চতায় ঢেউ বয়ে যাচ্ছে।

করাচিতে এর প্রভাব নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা এখনো পাকিস্তানের উপকূল থেকে অনেক দূরে। ঝড় ওমানে পৌঁছাতে আরও চার দিন লাগবে। তারপর এটা বেলুচিস্তানের উপকূলে প্রভাব ফেলতে পারে।

আর আবহাওয়া বিশেষজ্ঞ জাওয়াদ মেননের বরাত দিয়ে জিও টিভির এক খবরে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় করাচিসহ পাকিস্তানের উপকূলে প্রভাব ফেলতে পারে।

তার মতে, নিম্নচাপ ১০ থেকে ১১ জুনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সিন্ধু, বেলুচিস্তান, গুজরাট ও ওমান উপকূলের সম্ভাব্য হুমকি হয়ে উঠতে পারে।

তিনি বলেন, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে বিপর্যয়, যার নামকরণ করেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত