কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে একটি মেছো বিড়াল আটক করে খাঁচায় বন্দী করা হয়েছে। বিড়ালটিকে চিতা বাঘের বাচ্চা ভেবে তা খাঁচায় বন্দী করে রেখেছেন স্থানীয় এক বাসিন্দা। আটকের ৬ দিন পর আজ শনিবার সন্ধ্যার দিকে বিড়ালটি উদ্ধারের উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
এর আগে, রোববার (১৬ জুন) রাতে ইউনিয়নের কর্তিমারী বাজারে বিড়ালটি আটক করেন রাসেল মিয়া নামের স্থানীয় এক কাপড় ব্যবসায়ী।
রাসেল মিয়ার বাড়ি উপজেলার যাদুরচর ইউনিয়নের চাকতাবাড়ী গ্রামে। ৬ দিন ধরে তাঁর বাড়িতেই বর্তমানে বিড়ালটি খাঁচাবন্দী রয়েছে। তিনি বিড়ালটিকে নিয়মিত খাবার খাওয়াচ্ছেন।
আজ শনিবার সন্ধ্যার আগে মেছো বিড়ালটি উদ্ধার করে রৌমারীর তুরা রোড এলাকার সীমান্ত সংলগ্ন স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা ইকবাল হোসেন।
কোরবানি ঈদের আগের রাতে হঠাৎ কর্তিমারী বাজারের আরএস গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে প্রবেশ করে মেছো বিড়ালটি। বাঘের বাচ্চা ভেবে সেটিকে বস্তাবন্দী করে বাড়িতে নিয়ে যান দোকান মালিক রাসেল মিয়া। বাড়িতে থাকা পাখির খাঁচায় বিড়ালটি বন্দী রেখে নিয়মিত খাবার দেন।
রাসেল মিয়া বলেন, ‘রাত আড়াইটার দিকে হঠাৎ করে দোকানের কাপড়ের র্যাকে বাঘটি (মেছো বিড়াল) ঢুকে পড়ে। আমরা কয়েকজন বাঘের বাচ্চা ভেবে সেটি ধরে বস্তায় করে বাড়ি নিয়ে আসি। তখন থেকে বাড়িতেই আছে। নিয়মিত খাবার খাওয়াচ্ছি। অনেকে দেখতে আসে। খাঁচার কাছে গেলে বেশ আক্রমণাত্মক হয়ে উঠে।’
রাসেল আরও বলেন, ‘পাশেই সীমান্ত। সম্ভবত ভারত থেকে ঢলের পানির সঙ্গে এসে থাকতে পারে।’
মেছো বিড়াল আটকের খবরে বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা আজকের পত্রিকাকে জানান, মেছো বিড়াল উপকারী প্রাণী। অনেক এলাকায় এটিকে মেছো বাঘ ডাকার কারণে নামের জন্য শুধু শুধু আতঙ্ক ছড়ায়। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটির বিচরণ রয়েছে।
উপজেলা বন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘মেছো বিড়াল আটকের বিষয়টি আমাদের নজরে এসেছে। সেটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার আগে বিড়ালটি সীমান্ত এলাকায় ছেড়ে দেওয়া হবে।’
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে একটি মেছো বিড়াল আটক করে খাঁচায় বন্দী করা হয়েছে। বিড়ালটিকে চিতা বাঘের বাচ্চা ভেবে তা খাঁচায় বন্দী করে রেখেছেন স্থানীয় এক বাসিন্দা। আটকের ৬ দিন পর আজ শনিবার সন্ধ্যার দিকে বিড়ালটি উদ্ধারের উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
এর আগে, রোববার (১৬ জুন) রাতে ইউনিয়নের কর্তিমারী বাজারে বিড়ালটি আটক করেন রাসেল মিয়া নামের স্থানীয় এক কাপড় ব্যবসায়ী।
রাসেল মিয়ার বাড়ি উপজেলার যাদুরচর ইউনিয়নের চাকতাবাড়ী গ্রামে। ৬ দিন ধরে তাঁর বাড়িতেই বর্তমানে বিড়ালটি খাঁচাবন্দী রয়েছে। তিনি বিড়ালটিকে নিয়মিত খাবার খাওয়াচ্ছেন।
আজ শনিবার সন্ধ্যার আগে মেছো বিড়ালটি উদ্ধার করে রৌমারীর তুরা রোড এলাকার সীমান্ত সংলগ্ন স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা ইকবাল হোসেন।
কোরবানি ঈদের আগের রাতে হঠাৎ কর্তিমারী বাজারের আরএস গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে প্রবেশ করে মেছো বিড়ালটি। বাঘের বাচ্চা ভেবে সেটিকে বস্তাবন্দী করে বাড়িতে নিয়ে যান দোকান মালিক রাসেল মিয়া। বাড়িতে থাকা পাখির খাঁচায় বিড়ালটি বন্দী রেখে নিয়মিত খাবার দেন।
রাসেল মিয়া বলেন, ‘রাত আড়াইটার দিকে হঠাৎ করে দোকানের কাপড়ের র্যাকে বাঘটি (মেছো বিড়াল) ঢুকে পড়ে। আমরা কয়েকজন বাঘের বাচ্চা ভেবে সেটি ধরে বস্তায় করে বাড়ি নিয়ে আসি। তখন থেকে বাড়িতেই আছে। নিয়মিত খাবার খাওয়াচ্ছি। অনেকে দেখতে আসে। খাঁচার কাছে গেলে বেশ আক্রমণাত্মক হয়ে উঠে।’
রাসেল আরও বলেন, ‘পাশেই সীমান্ত। সম্ভবত ভারত থেকে ঢলের পানির সঙ্গে এসে থাকতে পারে।’
মেছো বিড়াল আটকের খবরে বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা আজকের পত্রিকাকে জানান, মেছো বিড়াল উপকারী প্রাণী। অনেক এলাকায় এটিকে মেছো বাঘ ডাকার কারণে নামের জন্য শুধু শুধু আতঙ্ক ছড়ায়। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটির বিচরণ রয়েছে।
উপজেলা বন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘মেছো বিড়াল আটকের বিষয়টি আমাদের নজরে এসেছে। সেটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার আগে বিড়ালটি সীমান্ত এলাকায় ছেড়ে দেওয়া হবে।’
পাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
২১ ঘণ্টা আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১ দিন আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
২ দিন আগেসাধারণত বৃষ্টি হলে কমে আসে দূষণ। তবে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তুমুল বৃষ্টির পরও বায়ুমানে তেমন উন্নতি নেই। আজ শুক্রবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ এর রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৬১ নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
২ দিন আগে