Ajker Patrika

পরিবেশগত ছাড়পত্র সেবায় সফটওয়্যার উদ্বোধন

বিজ্ঞপ্তি    
পরিবেশগত ছাড়পত্র সেবায় সফটওয়্যার উদ্বোধন। ছবি: সংগৃহীত
পরিবেশগত ছাড়পত্র সেবায় সফটওয়্যার উদ্বোধন। ছবি: সংগৃহীত

পরিবেশগত ছাড়পত্র সেবা দিতে পরিবেশ অধিদপ্তর ‘ট্রান্সফরমেশন অব দ্য এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রসেস’ শীর্ষক একটি সফটওয়্যার উদ্বোধন করেছে। গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সফটওয়্যারের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদসহ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা। নতুন এই সফটওয়্যারে কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তারা ঘরে বসে কম সময়ে পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন সেবা পাবেন বলে প্রত্যাশা করেন উপদেষ্টা রিজওয়ানা।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সময়োপযোগী নতুন এই সফটওয়্যারের মাধ্যমে উদ্যোক্তারা ছাড়পত্র আবেদন দাখিলের পাশাপাশি তাঁদের আবেদনের অবস্থা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। একই সঙ্গে অনুমোদিত পরিবেশগত ছাড়পত্রের কপি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।’

অনুষ্ঠানে পেপারলেস পরিবেশ সেবায় নতুন উদ্যোগের জন্য পরিবেশ অধিদপ্তরকে ধন্যবাদ জানান রিজওয়ানা হাসান।

জিআইজেডের সার্বিক সহযোগিতায় নতুন এই সফটওয়্যার তৈরি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত