২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করার প্রতিশ্রুতি দেবেন বিশ্বের শতাধিক দেশের নেতারা। আজ মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলনে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবারের এই চুক্তিতে থাকবে ব্রাজিলও। এই দেশের আমাজন বনের বেশির ভাগ অংশেই উজাড় চলছে।
বিশ্বনেতাদের এই চুক্তিতে ১৪০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষজ্ঞরা এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে ২০১৪ সালে বন উজাড় বন্ধ করার চুক্তিটি ব্যর্থ হওয়ায় এবারের বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখে বন উজাড়। এ কারণে জলবায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বাড়ছে।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আনতে হলে গ্লাসগোতে দুই সপ্তাহের শীর্ষ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কানাডা, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়াসহ দেশগুলো এই বন উজাড় বন্ধ করার চুক্তিতে থাকছে। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ বনভূমি বিশ্বের এই দেশগুলোতে রয়েছে।
বিবিসি জানিয়েছে, বন উজাড় বন্ধের তহবিল বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতেও যাবে। সেখানে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার, দাবানল মোকাবিলা এবং আদিবাসী সম্প্রদায়কে সহায়তা করার জন্য এই তহবিল পাঠানো হবে।
বিশ্বের প্রায় ৩০টির বেশি বড় কোম্পানিও বন উজাড় কর্মকাণ্ড বন্ধের জন্য বিনিয়োগ বন্ধ করতে এই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।
২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করার প্রতিশ্রুতি দেবেন বিশ্বের শতাধিক দেশের নেতারা। আজ মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলনে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবারের এই চুক্তিতে থাকবে ব্রাজিলও। এই দেশের আমাজন বনের বেশির ভাগ অংশেই উজাড় চলছে।
বিশ্বনেতাদের এই চুক্তিতে ১৪০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষজ্ঞরা এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে ২০১৪ সালে বন উজাড় বন্ধ করার চুক্তিটি ব্যর্থ হওয়ায় এবারের বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখে বন উজাড়। এ কারণে জলবায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বাড়ছে।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আনতে হলে গ্লাসগোতে দুই সপ্তাহের শীর্ষ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কানাডা, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়াসহ দেশগুলো এই বন উজাড় বন্ধ করার চুক্তিতে থাকছে। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ বনভূমি বিশ্বের এই দেশগুলোতে রয়েছে।
বিবিসি জানিয়েছে, বন উজাড় বন্ধের তহবিল বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতেও যাবে। সেখানে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার, দাবানল মোকাবিলা এবং আদিবাসী সম্প্রদায়কে সহায়তা করার জন্য এই তহবিল পাঠানো হবে।
বিশ্বের প্রায় ৩০টির বেশি বড় কোম্পানিও বন উজাড় কর্মকাণ্ড বন্ধের জন্য বিনিয়োগ বন্ধ করতে এই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।
আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস ব
৪ ঘণ্টা আগেসকাল ৯টায় বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দেখা যায়, ঢাকার বায়ুমান ৯৯, যা সহনীয় বাতাসের নির্দেশক। অন্যদিকে গতকাল ঢাকার বায়ুমান ছিল ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর ও আরও দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্দামান সাগরে বর্ষা মৌসুম পৌঁছে গেছে। এর প্রভাবে এরই মধ্যে, আন্দামান সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
১৮ ঘণ্টা আগেবৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তবে, সামান্য বাড়তে পারে রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা। কিন্তু গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
২১ ঘণ্টা আগে