Ajker Patrika

কেশবপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার, বনে অবমুক্ত

প্রতিনিধি, কেশবপুর (যশোর)
আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৬: ০০
কেশবপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার, বনে অবমুক্ত

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার দুপুরে উদ্ধারকৃত ওই পুরুষ মেছো বাঘটি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বৃহত্তর বনে অবমুক্ত করা হয়েছে। খাঁচা থেকে ছাড়া পেয়েই বাঘটি লাফিয়ে বনের ভেতর চলে যায়।

উপজেলা বন বিভাগ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামবাসী শনিবার ওই পুরুষ মেছো বাঘটিকে কৌশলে আটক করে রাখে। খবর পেয়েই বন বিভাগ কর্তৃপক্ষ বাঘটি উদ্ধার করে আনে। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বাঘটিকে চিকিৎসা দিয়ে অফিসের বারান্দায় খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। রাতে বাঘটি খাঁচা থেকে বেরিয়ে বারান্দার বিচালির ভেতর ঢুকে বসে থাকে। সকালে খোঁজাখুঁজির পর বিচালি সরিয়ে আবারও বাঘটিকে খাঁচাবন্দী করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঘটিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার বৃহত্তর বনে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মেছো বাঘটিকে বন বিভাগ উদ্ধার করে বনে অবমুক্ত করে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত