Ajker Patrika

হিমছড়ি সৈকতে আবারও ভেসে এল মৃত ডলফিন, যা বলছেন সমুদ্রবিজ্ঞানীরা

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০২
হিমছড়ি সৈকতে আবারও ভেসে এল মৃত ডলফিন, যা বলছেন সমুদ্রবিজ্ঞানীরা

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মৃত ইরাবতী ডলফিন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় ডলফিনটি দেখতে পান সমুদ্রবিজ্ঞানীরা। পাশাপাশি হিমছড়ি থেকে টেকনাফ সৈকতজুড়ে কয়েকটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

তরিকুল ইসলাম জানান, ইরাবতী প্রজাতির ডলফিনটি ৬ ফুট দৈর্ঘ্য এবং ওজন ১২০ কেজি। অন্তত সাত-আট দিন আগে এটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সুগন্ধা, হিমছড়ি ও ইনানী সৈকতে পরপর দুটি ইরাবতী ও একটি হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন এবং একটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী পরপইস ভেসে আসে। 

 ১৪ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ১০ দিনে ৬৬টি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে এসেছে। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনে মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া থেকে টেকনাফ হাজমপাড়া এবং সোনাদিয়া উপকূলে ২৪টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়। 

বোরির বিজ্ঞানীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে সমুদ্র উপকূল পরিদর্শন করে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ও মা কচ্ছপ মারা পড়ার এই চিত্র দেখতে পান। মারা পড়া কচ্ছপের পা কাটা, ফ্লিপার ক্ষতিগ্রস্ত এবং শরীরে জাল প্যাঁচানো দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। 

তবে, কেন এবং কীভাবে প্রাণীগুলো মারা পড়ছে, তার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে জানিয়ে বোরির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বেশির ভাগ সামুদ্রিক প্রাণী জেলেদের জালে আটকা পড়ে এবং মাছ ধরার ট্রলার ও জাহাজে ধাক্কা খেয়ে বা অন্য যেকোনোভাবে আঘাত পেয়ে মারা যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। 

সামুদ্রিক প্রাণী সংরক্ষণের দায়িত্ব বন বিভাগের। একের পর এক বিপন্ন স্তন্যপায়ী প্রাণী মারা পড়ার বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারওয়ার আলম বলেন, মৃত সামুদ্রিক প্রাণীর নমুনা সংগ্রহ করার মতো দক্ষ লোক মাঠ পর্যায়ে নেই। এ নিয়ে বোরির সহায়তায় নেওয়া হচ্ছে। 

সমুদ্র উপকূলের প্রাণী ও জীববৈচিত্র্য নিয়ে তিন দশক ধরে গবেষণা করে আসছেন কক্সবাজার প্রকৃতি অধ্যয়ন কেন্দ্রের সমন্বয়ক সাংবাদিক আহমদ গিয়াস। 

আহমদ গিয়াস বলেন, দুই সপ্তাহ ধরে সামুদ্রিক বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপ মারা পড়ার বিষয়টি স্বাভাবিক ঘটনা হতে পারে না। 

এভাবে টানা কচ্ছপ ও সামুদ্রিক প্রাণীর মরদেহ ভেসে আসার ঘটনা নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে কারণ অনুসন্ধান জরুরি। 

বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, বোরির বিজ্ঞানীরা মৃত ভেসে আসা প্রাণীর নমুনা সংগ্রহ করে প্রজাতি চিহ্নিত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে। এ ছাড়া সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে কোনো বিপর্যয় ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখছে। 

এভাবেই আশঙ্কাজনক হারে সামুদ্রিক স্তন্যপায়ী গুরুত্বপূর্ণ প্রাণী ও কচ্ছপ মারা পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ও বোরির সাবেক মহাপরিচালক সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, বেশির ভাগ সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়তে এসে জেলেদের জালে বা মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে যে মারা পড়ছে তা সহজেই অনুমেয়। এ ছাড়া গোস্ট নেট বা সমুদ্রে পরিত্যক্ত জাল, নিষিদ্ধ কারেন্ট ও বিহুন্দি জাল কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ফাঁদ। এ বিষয়ে জেলেদের প্রশিক্ষণ ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন এই সমুদ্রবিজ্ঞানী। 

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়িতে ভেসে আসা ডলফিন। ছবি: আজকের পত্রিকাগত বছরের ৩০ মার্চ সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি মরা ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। এর আগে গত বছর ৮ ফেব্রুয়ারি ইনানীর হোটেল রয়েল টিউলিপ-সংলগ্ন সৈকতে একই প্রজাতির মরা ডলফিন ভেসে আসে। ২০২২ সালের ২৩ আগস্ট ও ২০ মার্চ একই সৈকতে মরা ডলফিন ভেসে আসে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতেও টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল। 

এ ছাড়া গত বছর ১৮ এপ্রিল রাতে কলাতলী সৈকতে একটি মরা তিমি ভেসে আসে। ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল পরপর দুই দিনে হিমছড়ি সৈকতে দুটি মরা তিমি ভেসে এসেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত