Ajker Patrika

বিলুপ্তি থেকে মুক্তির পথে জীববৈচিত্র্য

বিলুপ্তি থেকে মুক্তির পথে জীববৈচিত্র্য

মানব সভ্যতা যত এগিয়ে যাচ্ছে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অনেক প্রজাতি ইতিমধ্যেই বিলীন হয়েছে। আবার, অনেকে আছে বিলুপ্তির শঙ্কায়। বিরল এসব জীবের সংখ্যার সঠিক হিসাব জানা থাকলেও জানা নেই বিস্তারিত কোনো তথ্য। এতে করে এগুলোকে বিলুপ্তি থেকে মুক্তি দিতে নেওয়া যাচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ। এবার, এসব প্রাণী ও গাছ রক্ষায় নতুন ‘টুল বা পরিমাপক’ বের করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন। 

বিশ্বের ১৭১টি প্রতিষ্ঠানের ২০০ জনের বেশি বিজ্ঞানীর ১০ বছরের আপ্রাণ চেষ্টায় ‘আইইউসিএন গ্রিন স্ট্যাটাস অব স্পেসিস’ নামক এ পরিমাপক বের করা হয়েছে। এতে বিপন্নের পথে থাকা প্রাণী ও উদ্ভিদের ব্যাপারে থাকবে বিস্তারিত তথ্য। বিলীন হয়ে যাওয়ার জন্য আর কত দিন বাকি আছে, শঙ্কা কেটে যেতে কতগুলো প্রজাতি লাগবে, কত দিন লাগাত তা পূরণ হবে, এদের স্বাস্থ্যগত অবস্থা কী-এসব ব্যাপারে লেখা থাকবে। ‘কনজারভেশন বায়োলজি’ নামক এক জার্নালে ইতিমধ্যেই ১৮১টি প্রজাতির তথ্য প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ‘গোলাপি কবুতর’, ‘ধূসর নেকড়ে’ এবং ‘কান্দেলিয়া ওবোভাটা’ গাছ।

গবেষক দলের প্রধান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মলি গ্রেস জানান, ‘হুমকিতে থাকা সব প্রজাতির একটি পূর্ণাঙ্গ চিত্র থাকবে নতুন এই পরিমাপকে। এ ক্ষেত্রে বজায় রাখা হবে স্বতন্ত্র ধারা। কেননা একেক জীবের টিকে থাকার ধরন একেক রকম। ইতিবাচক খবর হচ্ছে, এটি চালু করার সময়েই আমরা দেখেছি বিলুপ্তি থেকে মুক্তি পেয়েছে ড্রাগনফ্লাই নামক এক ধরনের ফড়িং। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ নীতিও দারুণভাবে কাজ করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত