Ajker Patrika

এই শতাব্দী শেষে প্রতি ১০ প্রজাতির একটি বিলুপ্ত হতে পারে: গবেষণা

এই শতাব্দী শেষে প্রতি ১০ প্রজাতির একটি বিলুপ্ত হতে পারে: গবেষণা

চলতি শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর উদ্ভিদ ও প্রাণিকুলের প্রজাতিগুলোর এক দশমাংশেরও বেশি বিলুপ্ত হয়ে যেতে পারে। অর্থাৎ প্রতি ১০টি প্রজাতির মধ্যে একটি প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। 

বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেসে গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রবন্ধে গবেষকেরা বলেছেন, ‘জলবায়ু সংকটের কারণে আগামী দশকগুলোতে প্রাণী-প্রজাতির বিলুপ্তি ত্বরান্বিত হবে। কারণ শিকারিরা তাদের শিকার হারাবে, পরজীবীরা তাদের হোস্ট হারাবে এবং তাপমাত্রা বেড়ে গেলে পৃথিবীর বাস্তুতন্ত্র ভেঙে যাবে।’ 

আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বলেছে, গেছো ব্যাঙ থেকে শুরু করে বাস্কিং হাঙর পর্যন্ত অনেক প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হওয়ার ঝুঁকির লাল তালিকায় রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, প্রায় ১ লাখ ৫০ হাজার ৩৮৮টি প্রজাতি বিলুপ্তির হুমকিতে আছে। এর মধ্যে ৪২ হাজারেরও বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। 

নতুন গবেষণায় যেসব তথ্য উঠে এসেছে তাতে গবেষকেরা ধারণা করছেন, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর ৬ শতাংশ উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। এবং এই শতাব্দীর শেষ নাগাদ এই বিলুপ্তির হার বৃদ্ধি পেয়ে ১৩ শতাংশে ঠেকবে। বৈশ্বিক উষ্ণতা যেভাবে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে, তাতে ২১০০ সালের মধ্যে পৃথিবীর ২৭ শতাংশ উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। 

হেলসিঙ্কি ইউনিভার্সিটির অধ্যাপক, বিজ্ঞানী ও গবেষণা প্রবন্ধের সহলেখক ড. জিওভানি স্ট্রোনা বলেছেন, ‘আমরা গবেষণাকাজে একটি সুপার কম্পিউটার ব্যবহার করেছিলাম এবং স্থলভাগ থেকে একটি ভার্চুয়াল পৃথিবী তৈরি করেছিলাম। এরপর আমরা পৃথিবীর হাজার হাজার প্রজাতির ভাগ্য নিয়ে গবেষণা করেছি।’ 

গার্ডিয়ান জানিয়েছে, গবেষকেরা ৩৩ হাজারেরও বেশি প্রজাতি নিয়ে ভার্চুয়াল পৃথিবীতে গবেষণা করেছেন। 

গবেষণা প্রবন্ধের আরেক সহলেখক ও অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটির অধ্যাপক কোরি ব্র্যাডশো বলেছেন, ‘এই গবেষণাটি অনন্য, কারণ এর মাধ্যমে জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্য শৃঙ্খল ভেঙে যাওয়া ও অনেক প্রজাতির বিলুপ্ত হওয়া সম্পর্কে আগাম ধারণা পাওয়া গেছে।’ 

কোরি ব্র্যাডশো আরও বলেছেন, ‘প্রতিটি প্রজাতিই কোনো না কোনোভাবে অন্যের ওপর নির্ভরশীল। ভেবে দেখুন, জলবায়ু পরিবর্তনের কারণে শিকারি প্রজাতিগুলো তাদের শিকার হারাচ্ছে, বন উজাড়ের কারণে পরজীবীরা তাদের পোষকদেহ হারাচ্ছে, বৈশ্বিক উষ্ণতার কারণে ফুলের উদ্ভিদ তার পরাগায়নকারীকে হারাচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত