Ajker Patrika

উষ্ণতম বছর হওয়ার পথে ২০২৩

ডয়চে ভেলে
উষ্ণতম বছর হওয়ার পথে ২০২৩

গত সেপ্টেম্বর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর৷ এর আগে আর কোনো সেপ্টেম্বর ২০২৩ সালের সেপ্টেম্বরের মতো গরম ছিল না৷ শেষ পর্যন্ত ২০২৩ সালটা ইতিহাসের উষ্ণতম বছর হলেও নাকি আশ্চর্যের কিছু থাকবে না৷ এমন পূর্বাভাসই দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস)৷ 

এক প্রতিবেদনে তারা জানিয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসের গড় তাপমাত্রা সেরকম ইঙ্গিতই দিচ্ছে৷ প্রতিবেদনে বলা হয়, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের গড় তাপমাত্রা আগের যে কোনো বছরের প্রথম নয় মাসের গড় তাপমাত্রার চেয়ে ০.৫২ ডিগ্রি সেলসিয়াস (০.৯ ডিগ্রি ফারেনহাইট) ফারেনহাইট বেশি ছিল৷

আগে বছরের প্রথম নয় মাসে সবচেয়ে বেশি গরম ছিল ২০১৬ সালে৷ ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তাপমাত্রা তার চেয়েও ০.০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলেও সিথ্রিএস-এর প্রতিবেদনে জানানো হয়৷

ইতিমধ্যে উষ্ণতম বছর হওয়ার ইঙ্গিত রাখা ২০২৩ সাল সবচেয়ে চরম আবহাওয়া দেখেছে গত সেপ্টেম্বরে৷ ওই ৩০ দিনে ভূপৃষ্ঠের তাপমাত্রা ১৬.৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়৷  ১৯৯১ থেকে ২০২০ পর্যন্ত রেকর্ড করা মাসিক সর্বোচ্চ গড় তাপমাত্রার চেযে তা ০.৯৩ ডিগ্রি সেলসিযাস বেশি৷

বিজ্ঞানীরা মনে করেন, জীবাষ্ম জ্বালানি পোড়ানোর কারণে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে৷ এ কারণে আবহাওয়া চরম রূপ নিচ্ছে৷ ঘন ঘন ঝড়ের তাণ্ডবের মূল কারণ হিসেবে সেই বিষয়টিকেই চিহ্নিত করে আসছেন বিজ্ঞানীরা৷

চলতি বছর চরম গরমের পাশাপাশি প্রবল বর্ষণও দেখেছে৷ গত সেপ্টেম্বরেও ছিল চরম আবহাওয়ার দাপট৷ এ মাসে গ্রিসে যেমন ঘূর্ণিঝর ড্যানিয়েলের তাণ্ডব চলেছে, প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে৷ লিবিয়াতেও হয়েছে ভয়াবহ বন্যা৷ বন্যায় বিপর্যস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডার্না, কয়েক হাজার মানুষের প্রাণও কেড়ে নিয়েছে বন্যা৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

এলাকার খবর
Loading...