কয়েক বছরের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীরা দেড় ফুট লম্বা বিরল প্রজাতির ইঁদুরের ছবি তুলতে পেরেছেন। সলোমন দ্বীপপুঞ্জের এই ইঁদুর শুধু বড়ই নয়, এর চোয়ালও খুব শক্ত। এরা শক্ত নারকেলও কাটতে পারে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বিশাল আকৃতির এই ইঁদুর ভাঙ্গুনু জায়ান্ট নামে পরিচিত। ছয় বছর আগে বাণিজ্যিক কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে ফেললে একটি মৃত ইঁদুরও পড়ে থাকতে দেখেন কর্মীরা। ওই সময় সলোমন দ্বীপপুঞ্জের গবেষকেরা সেই প্রথম একটি ভাঙ্গুনু জায়ান্ট নথিভুক্ত করেন।
প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তর–পূর্বে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জের ভাঙ্গুনু দ্বীপে বনের মাঝে গবেষক দলটি রাতের বেলা সুস্বাদু টোপ ও ক্যামেরা পেতে রেখে চারটি ইঁদুরের ছবি তুলতে সক্ষম হন। এসব ইঁদুর সাধারণ ইঁদুরের চেয়ে প্রায় চার গুন বড়।
গত ২০ নভেম্বর ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকৃতি, লম্বা লেজ ও খুব ছোট কানের কারণে ভাঙ্গুনু জায়ান্টদের স্পষ্টভাবেই চিহ্নিত করা যায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির মেরুদণ্ডী প্রাণিবিজ্ঞানের প্রভাষক ও গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক টাইরন ল্যাভেরি এক বিবৃতিতে বলেন, ‘প্রথমবারের মতো ভাঙ্গুনু জায়ান্টদের ছবি ধারণ, এই বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।’
স্থানীয় জাইরা সম্প্রদায় ভাঙ্গুনু জায়ান্টের অবস্থান চিহ্নিত করতে গবেষকদের সাহায্য করেছে। সলোমন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গল ও বাস্তুসংস্থান সম্পর্কে এই সম্প্রদায়ের গভীর জ্ঞান রয়েছে। তাঁরাই ইঁদুরগুলোর আবাস্থলে গবেষকদের ক্যামেরার ফাঁদ পাততে সহায়তা করেন।
গবেষণায় বলা হয়, ‘সব ছবি গভীর রাতে তোলা হয় এবং মধ্যরাতের দিকে ইঁদুরগুলোর চলাফেরা দেখা যায়।’ গবেষকেরা তিলের তেল দিয়ে ইঁদুরগুলোকে প্রলুব্ধ করেছিলেন। গবেষকেরা মনে করেন, তিলের তেলের জন্যই ভাঙ্গুনু জায়ান্টের ছবি তোলা সম্ভব হয়েছে। কারণ এর আগে পিনাট বাটার (চীনাবাদামের মাখন) ব্যবহার করলে ফাঁদে শুধু কালো ইঁদুরের দেখা মিলেছিল।
ল্যাভেরি বলেন, এক জটিল সময়ে ছবিগুলো ধারণা করা সম্ভব হলো। বাণিজ্যিকভাবে গাছ কেটে বন ধ্বংস হওয়ার কারণে ইঁদুরগুলো শিগগিরই বিলুপ্ত হতে পারে। ২০১৭ সালে এই প্রজাতির ইঁদুর প্রথম চিহ্নিত করা হয়।
গত বছর বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের সরকার। ল্যাভরি বলেন, জাইরাতে বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে এবং আর এই গাছ কাটা চলতে থাকলে শিগগিরই ভাঙ্গুনু জায়ান্ট বিলুপ্ত হয়ে যাবে।
জাইরা সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। এই ছবিগুলো বিপন্ন প্রজাতিটির বিলুপ্তি ঠেকাতে সহায়ক হবে বলে আশা করছেন গবেষক ল্যাভেরি।
কয়েক বছরের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীরা দেড় ফুট লম্বা বিরল প্রজাতির ইঁদুরের ছবি তুলতে পেরেছেন। সলোমন দ্বীপপুঞ্জের এই ইঁদুর শুধু বড়ই নয়, এর চোয়ালও খুব শক্ত। এরা শক্ত নারকেলও কাটতে পারে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বিশাল আকৃতির এই ইঁদুর ভাঙ্গুনু জায়ান্ট নামে পরিচিত। ছয় বছর আগে বাণিজ্যিক কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে ফেললে একটি মৃত ইঁদুরও পড়ে থাকতে দেখেন কর্মীরা। ওই সময় সলোমন দ্বীপপুঞ্জের গবেষকেরা সেই প্রথম একটি ভাঙ্গুনু জায়ান্ট নথিভুক্ত করেন।
প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তর–পূর্বে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জের ভাঙ্গুনু দ্বীপে বনের মাঝে গবেষক দলটি রাতের বেলা সুস্বাদু টোপ ও ক্যামেরা পেতে রেখে চারটি ইঁদুরের ছবি তুলতে সক্ষম হন। এসব ইঁদুর সাধারণ ইঁদুরের চেয়ে প্রায় চার গুন বড়।
গত ২০ নভেম্বর ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকৃতি, লম্বা লেজ ও খুব ছোট কানের কারণে ভাঙ্গুনু জায়ান্টদের স্পষ্টভাবেই চিহ্নিত করা যায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির মেরুদণ্ডী প্রাণিবিজ্ঞানের প্রভাষক ও গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক টাইরন ল্যাভেরি এক বিবৃতিতে বলেন, ‘প্রথমবারের মতো ভাঙ্গুনু জায়ান্টদের ছবি ধারণ, এই বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।’
স্থানীয় জাইরা সম্প্রদায় ভাঙ্গুনু জায়ান্টের অবস্থান চিহ্নিত করতে গবেষকদের সাহায্য করেছে। সলোমন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গল ও বাস্তুসংস্থান সম্পর্কে এই সম্প্রদায়ের গভীর জ্ঞান রয়েছে। তাঁরাই ইঁদুরগুলোর আবাস্থলে গবেষকদের ক্যামেরার ফাঁদ পাততে সহায়তা করেন।
গবেষণায় বলা হয়, ‘সব ছবি গভীর রাতে তোলা হয় এবং মধ্যরাতের দিকে ইঁদুরগুলোর চলাফেরা দেখা যায়।’ গবেষকেরা তিলের তেল দিয়ে ইঁদুরগুলোকে প্রলুব্ধ করেছিলেন। গবেষকেরা মনে করেন, তিলের তেলের জন্যই ভাঙ্গুনু জায়ান্টের ছবি তোলা সম্ভব হয়েছে। কারণ এর আগে পিনাট বাটার (চীনাবাদামের মাখন) ব্যবহার করলে ফাঁদে শুধু কালো ইঁদুরের দেখা মিলেছিল।
ল্যাভেরি বলেন, এক জটিল সময়ে ছবিগুলো ধারণা করা সম্ভব হলো। বাণিজ্যিকভাবে গাছ কেটে বন ধ্বংস হওয়ার কারণে ইঁদুরগুলো শিগগিরই বিলুপ্ত হতে পারে। ২০১৭ সালে এই প্রজাতির ইঁদুর প্রথম চিহ্নিত করা হয়।
গত বছর বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের সরকার। ল্যাভরি বলেন, জাইরাতে বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে এবং আর এই গাছ কাটা চলতে থাকলে শিগগিরই ভাঙ্গুনু জায়ান্ট বিলুপ্ত হয়ে যাবে।
জাইরা সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। এই ছবিগুলো বিপন্ন প্রজাতিটির বিলুপ্তি ঠেকাতে সহায়ক হবে বলে আশা করছেন গবেষক ল্যাভেরি।
আজ রোববার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগেরও দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টিপাত কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১ ঘণ্টা আগেস্বস্তি মিলছে না ঢাকার বাতাসে। আজও রাজধানী শহরের বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর। আজ রোববার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৮৬ নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
২ ঘণ্টা আগেপাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
১ দিন আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১ দিন আগে