Ajker Patrika

সতর্কসংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সতর্কসংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারসহ তিন সমুদ্রবন্দরে জারি করা সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সমুদ্রবন্দর তিনটি হলো চট্টগ্রাম, মোংলা ও পায়রা।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে এখন আর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। 

তবে আজ সন্ধ্যা পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

গত ৮ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। পরে সেটি নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়ে গত বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

গত বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে মোখা নামের ঘূর্ণিঝড়টিকে ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে উল্লেখ করা হয়। পরদিন শুক্রবার ঘূর্ণিঝড়টিকে ‘অতিপ্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে দেওয়া হয় ৮ নম্বর মহাবিপৎসংকেত। 

গত শনিবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়।

এ সময় মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবৎ রাখা হয়। ঘূর্ণিঝড় মোখা চলে যাওয়ার পর এখন সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলল আবহাওয়া অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত