Ajker Patrika

ইসলাম ধর্ম গ্রহণ করে যা বললেন অভিনেতা ভিভিয়ান

ইসলাম ধর্ম গ্রহণ করে যা বললেন অভিনেতা ভিভিয়ান

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা কয়েকদিন আগে সংবাদের শিরোনাম হয়েছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। এবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ক্রোড়পত্র বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বিয়ে এবং ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে খোলামেলা কথা বলেছেন।

ভিভিয়ান বলেন, ‘ইসলাম গ্রহণে আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিস্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে আমি ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’

এই সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরও স্বীকার করে নিয়েছেন ভিভিয়ান ডিসেনা। জানিয়েছেন তিনি সম্প্রতি তার সঙ্গী নুরান আলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবং তাঁদের ৪ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত এবং আমার চার মাসের একটি মেয়ে রয়েছে। 

অভিনেতা ভিভিয়ান ডিসেনাচলতি রমজানের শুরুতে তাঁর সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভিভিয়ান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা ও রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গোনাহ মাফ করুন। 

অনেকদিন ধরেই অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ‘মধুবালা’ এবং ‘শক্তির’ মতো জনপ্রিয় সিরিয়াল অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত