মে দিবসের আয়োজন
বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ দিন আগে