স্তন ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবে কঠিন রোগে আক্রান্ত হলেও এত দিন নিজেকে শক্তই রেখেছিলেন তিনি। লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধপরিকর বলেই অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকি কেমো নেওয়ার দিন হাসপাতাল থেকেও ছবি পোস্ট করেছিলেন হিনা খান। তবে এই লড়াই কী সত্যিই সহজ! কেমো থেরাপি নেওয়ার যন্ত্রণা সত্যিই সহ্য করা কঠিন। এবার কেমো নেওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। এবার তাই আল্লাহর কাছে সহায়তা চাইলেন হিনা।
আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানিয়ে হিনা তাই লিখেছেন, ‘আল্লাহ ছাড়া আর কেউ আমার এই কষ্ট দূর করতে পারবে না। দয়া করো আল্লাহ, দয়া করো।’ নিজের ইনস্টাস্টোরিতে এই আবেগপূর্ণ পোস্ট শেয়ারও করেছেন হিনা। সঙ্গে প্রার্থনার হাতজোড় করা ইমোজিও পোস্ট করেছেন অভিনেত্রী। হিনার এই পোস্টে তাই চোখে পানি এসেছে তাঁর বহু অনুরাগীর। অনেকেই তাই হিনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ক্যানসার ও কেমোথেরাপির কারণে এই সময়ে ভয়ংকর রকম চুল পড়ার সমস্যায় ভোগেন রোগীরা। তাঁর সঙ্গেও এমনটাই ঘটবে—এই আশঙ্কায় চুল কেটে ফেলেছেন হিনা। চুল কাটার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেত্রী। সেদিন হিনা হাসিমুখে নিজের নতুন লুক গ্রহণ করলেও চোখের পানি সামলাতে পারেননি হিনার মা। সেদিন মাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেছিলেন, ‘এটা শুধু চুলই তো মা, তুমি কখনো নিজের চুল কাটোনি! মা কেঁদো না, তোমার শারীর খারাপ করবে তো’। তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে।
ক্যানসার তাঁর শরীরে ক্ষতচিহ্ন তৈরি করেছে। সম্প্রতি সেই ক্ষতর ছবি পোস্ট করে হিনা জানান, ক্যানসার তাঁর শরীরে যে ক্ষতগুলো তৈরি করেছে, সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। গত শনিবার (৬ জুলাই) এমনই একটি পোস্ট করেছেন তিনি। হিনা লেখেন, ‘আমার চোখে যে আশা দেখতে পাচ্ছেন, সেটা আমার আত্মার। আমি এই অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি সুস্থ হচ্ছি। আমি তোমাদের সুস্থতাও চাইছি।’
স্তন ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবে কঠিন রোগে আক্রান্ত হলেও এত দিন নিজেকে শক্তই রেখেছিলেন তিনি। লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধপরিকর বলেই অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকি কেমো নেওয়ার দিন হাসপাতাল থেকেও ছবি পোস্ট করেছিলেন হিনা খান। তবে এই লড়াই কী সত্যিই সহজ! কেমো থেরাপি নেওয়ার যন্ত্রণা সত্যিই সহ্য করা কঠিন। এবার কেমো নেওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। এবার তাই আল্লাহর কাছে সহায়তা চাইলেন হিনা।
আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানিয়ে হিনা তাই লিখেছেন, ‘আল্লাহ ছাড়া আর কেউ আমার এই কষ্ট দূর করতে পারবে না। দয়া করো আল্লাহ, দয়া করো।’ নিজের ইনস্টাস্টোরিতে এই আবেগপূর্ণ পোস্ট শেয়ারও করেছেন হিনা। সঙ্গে প্রার্থনার হাতজোড় করা ইমোজিও পোস্ট করেছেন অভিনেত্রী। হিনার এই পোস্টে তাই চোখে পানি এসেছে তাঁর বহু অনুরাগীর। অনেকেই তাই হিনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ক্যানসার ও কেমোথেরাপির কারণে এই সময়ে ভয়ংকর রকম চুল পড়ার সমস্যায় ভোগেন রোগীরা। তাঁর সঙ্গেও এমনটাই ঘটবে—এই আশঙ্কায় চুল কেটে ফেলেছেন হিনা। চুল কাটার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেত্রী। সেদিন হিনা হাসিমুখে নিজের নতুন লুক গ্রহণ করলেও চোখের পানি সামলাতে পারেননি হিনার মা। সেদিন মাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেছিলেন, ‘এটা শুধু চুলই তো মা, তুমি কখনো নিজের চুল কাটোনি! মা কেঁদো না, তোমার শারীর খারাপ করবে তো’। তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে।
ক্যানসার তাঁর শরীরে ক্ষতচিহ্ন তৈরি করেছে। সম্প্রতি সেই ক্ষতর ছবি পোস্ট করে হিনা জানান, ক্যানসার তাঁর শরীরে যে ক্ষতগুলো তৈরি করেছে, সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। গত শনিবার (৬ জুলাই) এমনই একটি পোস্ট করেছেন তিনি। হিনা লেখেন, ‘আমার চোখে যে আশা দেখতে পাচ্ছেন, সেটা আমার আত্মার। আমি এই অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি সুস্থ হচ্ছি। আমি তোমাদের সুস্থতাও চাইছি।’
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
৫ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
৬ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
৬ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
৭ ঘণ্টা আগে