স্তন ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবে কঠিন রোগে আক্রান্ত হলেও এত দিন নিজেকে শক্তই রেখেছিলেন তিনি। লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধপরিকর বলেই অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকি কেমো নেওয়ার দিন হাসপাতাল থেকেও ছবি পোস্ট করেছিলেন হিনা খান। তবে এই লড়াই কী সত্যিই সহজ! কেমো থেরাপি নেওয়ার যন্ত্রণা সত্যিই সহ্য করা কঠিন। এবার কেমো নেওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। এবার তাই আল্লাহর কাছে সহায়তা চাইলেন হিনা।
আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানিয়ে হিনা তাই লিখেছেন, ‘আল্লাহ ছাড়া আর কেউ আমার এই কষ্ট দূর করতে পারবে না। দয়া করো আল্লাহ, দয়া করো।’ নিজের ইনস্টাস্টোরিতে এই আবেগপূর্ণ পোস্ট শেয়ারও করেছেন হিনা। সঙ্গে প্রার্থনার হাতজোড় করা ইমোজিও পোস্ট করেছেন অভিনেত্রী। হিনার এই পোস্টে তাই চোখে পানি এসেছে তাঁর বহু অনুরাগীর। অনেকেই তাই হিনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ক্যানসার ও কেমোথেরাপির কারণে এই সময়ে ভয়ংকর রকম চুল পড়ার সমস্যায় ভোগেন রোগীরা। তাঁর সঙ্গেও এমনটাই ঘটবে—এই আশঙ্কায় চুল কেটে ফেলেছেন হিনা। চুল কাটার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেত্রী। সেদিন হিনা হাসিমুখে নিজের নতুন লুক গ্রহণ করলেও চোখের পানি সামলাতে পারেননি হিনার মা। সেদিন মাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেছিলেন, ‘এটা শুধু চুলই তো মা, তুমি কখনো নিজের চুল কাটোনি! মা কেঁদো না, তোমার শারীর খারাপ করবে তো’। তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে।
ক্যানসার তাঁর শরীরে ক্ষতচিহ্ন তৈরি করেছে। সম্প্রতি সেই ক্ষতর ছবি পোস্ট করে হিনা জানান, ক্যানসার তাঁর শরীরে যে ক্ষতগুলো তৈরি করেছে, সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। গত শনিবার (৬ জুলাই) এমনই একটি পোস্ট করেছেন তিনি। হিনা লেখেন, ‘আমার চোখে যে আশা দেখতে পাচ্ছেন, সেটা আমার আত্মার। আমি এই অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি সুস্থ হচ্ছি। আমি তোমাদের সুস্থতাও চাইছি।’
স্তন ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবে কঠিন রোগে আক্রান্ত হলেও এত দিন নিজেকে শক্তই রেখেছিলেন তিনি। লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধপরিকর বলেই অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকি কেমো নেওয়ার দিন হাসপাতাল থেকেও ছবি পোস্ট করেছিলেন হিনা খান। তবে এই লড়াই কী সত্যিই সহজ! কেমো থেরাপি নেওয়ার যন্ত্রণা সত্যিই সহ্য করা কঠিন। এবার কেমো নেওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। এবার তাই আল্লাহর কাছে সহায়তা চাইলেন হিনা।
আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানিয়ে হিনা তাই লিখেছেন, ‘আল্লাহ ছাড়া আর কেউ আমার এই কষ্ট দূর করতে পারবে না। দয়া করো আল্লাহ, দয়া করো।’ নিজের ইনস্টাস্টোরিতে এই আবেগপূর্ণ পোস্ট শেয়ারও করেছেন হিনা। সঙ্গে প্রার্থনার হাতজোড় করা ইমোজিও পোস্ট করেছেন অভিনেত্রী। হিনার এই পোস্টে তাই চোখে পানি এসেছে তাঁর বহু অনুরাগীর। অনেকেই তাই হিনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ক্যানসার ও কেমোথেরাপির কারণে এই সময়ে ভয়ংকর রকম চুল পড়ার সমস্যায় ভোগেন রোগীরা। তাঁর সঙ্গেও এমনটাই ঘটবে—এই আশঙ্কায় চুল কেটে ফেলেছেন হিনা। চুল কাটার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেত্রী। সেদিন হিনা হাসিমুখে নিজের নতুন লুক গ্রহণ করলেও চোখের পানি সামলাতে পারেননি হিনার মা। সেদিন মাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেছিলেন, ‘এটা শুধু চুলই তো মা, তুমি কখনো নিজের চুল কাটোনি! মা কেঁদো না, তোমার শারীর খারাপ করবে তো’। তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে।
ক্যানসার তাঁর শরীরে ক্ষতচিহ্ন তৈরি করেছে। সম্প্রতি সেই ক্ষতর ছবি পোস্ট করে হিনা জানান, ক্যানসার তাঁর শরীরে যে ক্ষতগুলো তৈরি করেছে, সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। গত শনিবার (৬ জুলাই) এমনই একটি পোস্ট করেছেন তিনি। হিনা লেখেন, ‘আমার চোখে যে আশা দেখতে পাচ্ছেন, সেটা আমার আত্মার। আমি এই অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি সুস্থ হচ্ছি। আমি তোমাদের সুস্থতাও চাইছি।’
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
৯ ঘণ্টা আগেগত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখার শিল্পীদের পুরস্কৃত করা হয়।
১৩ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
১৯ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
১ দিন আগে